প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২১ ১৬:০৪

নির্বাচনী ওয়াদা পূরণে, এমপি দুদু

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
নির্বাচনী ওয়াদা পূরণে, এমপি দুদু

ভারতের দক্ষিন দিনাজপুর জেলার হিলি সীমান্ত হয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের চেচঁড়ায় ছোট যমুনা নদীটি এদেশে প্রবেশ করে। স্বাধীনতা যুদ্ধের পর থেকেই নদীর উভয় পাড়ের বাসিন্দাকে বিভক্ত করে রেখেছিল নদীটি। দেশ স্বাধীন হওয়ার পর ব্রীজ নির্মাণের আশা দিয়েছে অনেক এমপি মন্ত্রী কিন্ত কাজের কাজ হয়নি। জয়পুরহাট-১ আসনের সাংসদ আলহাজ্ব এ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি গত জাতীয় সংসদ নির্বাচনী ইসতিয়ারে বাগজানা নদীর ব্রীজটি করে দেওয়ার ওয়াদা করে ছিলেন। ব্রীজটি নির্মাণের সকল দাপ্তরীক কাজ শেষে বৃহস্পতিবার দুপুরে নির্বাচনী ওয়াদা পূরণের লক্ষে ঘটনাস্থল পরিদর্শন করেন তিঁনি।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরমান হোসেন, প্রকৌশলী আব্দুল ক্ইায়ুম, উপজেলা আ.লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক কল্যান ইউনিয়নের সভাপতি ও কমিশনার আনিছুর রহমান বাচ্চু, পৌর আ.লীগের যুগ্ন-সম্পাদক জিহাদ মন্ডল, ধরঞ্জী-বাগজানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী ও জামাত আলী মন্ডল, বাগজানা ইউপির প্যানেল চেয়ারম্যান আরিফ হোসেন, বাগজানা আছিরিয়া দাখিল মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি রাসেল কবীর এসময় উপস্থিত ছিলেন। উপজেলা প্রকৌশলী আব্দুল ক্ইায়ুম বলেন, প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে অতিশীঘ্রই বাগজানা নদীর উপর একটি (ঢালায়) ব্রীজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন হবে

 

উপরে