প্রকাশিত : ৬ ফেব্রুয়ারী, ২০২১ ১৪:০৫

সাপাহারে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
সাপাহারে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম

নওগাঁর সাপাহারে জামুকা’র অনুমোদন ব্যতীত বে- সামরিক গেজেটধারী বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার সকাল ১০টায় উপজেলা হল রুমে জামুকা মনোনিত সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী’র সভাপতিত্বে জামুকা’র সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী,উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুর রহমান, স্থানীয় সংসদ সদস্যের মনোনিত জামুকা সদস্য আব্দুল আমিন ও নওগাঁ জেলা প্রশাসকের মনোনিত সদস্য মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম এর উপস্থিতিত্বে যাচাই-বাছাই কার্যক্রমে বাদ পড়া ১২জন মুক্তিযোদ্ধা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের রণাঙ্গনের স্মৃতি চারণ করে তাদের মতামত প্রদান করেন।

যুদ্ধ চলাকলিন সময়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারি সহযোদ্ধাগণ মুক্তিযুদ্ধে বাদ পড়া সহযোদ্ধারা যে তাদের সাথে ছিলেন স্ব স্ব সহযোদ্ধা মুক্তিযোদ্ধাগণ তাদের মতামত ব্যক্ত করে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেন।

এসময় উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাগণ ও মৃত্যু মুক্তিযোদ্ধার  পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

উপরে