প্রকাশিত : ৬ ফেব্রুয়ারী, ২০২১ ১৮:১৪

বগুড়া লেখক চক্রের ৮৪৮তম পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
বগুড়া লেখক চক্রের ৮৪৮তম পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত

বগুড়া লেখক চক্রের ৮৪৮তম পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় শহরের জলেশ্বরীতলাস্থ গাজী ভবনের নীচতলায় অনুষ্ঠিত আসরে সভাপতিত্ত্ব করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক।আসরে স্বরচিত কবিতা পাঠ করেন আমিনুল ইসলাম রনজু, আমির খসরু সেলিম, সেতু সরকার, আব্দুল মতিন, রোদসী নীতা, মোঃ এনায়েত হোসেন, মোঃ ইউসুফ আলী, নয়ন আহমেদ, ইলিয়াস উদ্দিন, রনি বর্মন, শুভ্রা সাহা এবং বেলাল সরকার। গল্প পাঠ করেন ইসলাম রফিক ও আব্দুর রাজ্জাক বকুল।

পঠিত লেখার উপর আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের, কবি শিবলী মোকতাদির, কবি ও সাংবাদিক মামুন রশীদ এবং কবি অমিত রেজা চৌধুরী। বক্তারা কবিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং পঠন পাঠনের উপর গুরুত্ব আরোপ করেন।মুক্ত আলোচনা পর্বে সংগঠনের বাৎসরিক পিকনিক আগামী ২৬ ফেব্রুয়ারি শুক্রবার পাহাড়পুর বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। আগামী ১৫ ফেব্রুয়ারি’র মধ্যে ধার্য্যকৃত চাঁদা পিকনিক উদযাপন কমিটির আহবায়ক আব্দুর রাজ্জাক বকুলের কাছে (০১৭১৭-৬২৬২২৪) অথবা পড়ুয়া লাইব্রেরীতে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়।

উপরে