প্রকাশিত : ৬ ফেব্রুয়ারী, ২০২১ ১৮:২৯

তালাকপ্রাপ্ত নারীদের সচেতনতামূলক কর্মশালার আয়োজন করে মেরী সমাজ কল্যাণ সংস্থা

ষ্টাফ রিপোর্টার
তালাকপ্রাপ্ত নারীদের সচেতনতামূলক কর্মশালার আয়োজন করে মেরী সমাজ কল্যাণ সংস্থা

মেরী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে গতকাল শনিবার বগুড়ার সেউজগাড়ীস্থ সংস্থার নিজস্ব হলরুমে তালাকপ্রাপ্ত নারীদের সচেতনতা ও আয়বর্ধকমূলক কর্মকান্ডে সম্পৃক্তকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। সংস্থার নির্বাহী পরিচালক মোছাঃ মেহেরুন্নেসার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাল্য বিবাহ, সমবয়সী, পড়াশোনা কম জানা, পুরুষ শাষিত মনোভাব, সন্দেহ প্রবণতা, ফেইসবুক চ্যাটিং, বেকারত্ব, অর্থনৈতিক সমস্যা, নারীদের বেপরোয়া, পরকীয়া, মাদক, বিবেককে ধ্বংস করে আবেগকে প্রাধান্য দেয়াসহ নানাবিধ কারণে বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা ঘটে। সংসার মানে সমন্বয়, ভালবাসা ও আন্তরিকতা এ মানসিকতা উভয়ের মধ্যে থাকতে হবে। বর্তমান সরকার নারীবান্ধব সরকার।

বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারী শিক্ষা ও নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাপক উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করছে। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাদেরও এগিয়ে আসা উচিত। আয়োজিত সংস্থাটি যে কর্মশালার আয়োজন করেছে এটি অবশ্যই মহৎ ও প্রশংসার দাবি রাখে। যাদের নিয়ে আয়োজন তাদেরকে শুধুমাত্র কর্মশালার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, কর্মসংস্থানের পথ খুঁজে বের করতে হবে। দেশ উন্নয়নে তারাও হবে অন্যতম অংশীদার। তিনি আরো বলেন, বিবাহ বিচ্ছেদের মতো সামাজিক ব্যাধি হতে পরিত্রাণ পেতে হলে মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুনাগরিক হিসেবে  মানুষের জন্য কাজ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে.এম. রউফ, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মাইসুল তোফাইল কোয়েল, দপ্তর সম্পাদক জাকারিয়া আদিল, ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলী হাসান রাজন, সংস্থার সভাপতি ইমরুল ইসলাম, সদস্য মাকসুদা বেগম পলি, আবু হুরাইরা, নারী নেত্রী রহিমা আকতার রিপা, নাজমা খাতুন সহ প্রমুখ। সংস্থার উপদেষ্টা মোঃ আজাহার আলীর উপস্থাপনায় ও সার্বিক তত্ত্বাবধানে কর্মশালায় বিভিন্ন এলাকা হতে অর্ধশতাধিক তালাকপ্রাপ্ত নারীরা অংশ নেন।

উপরে