প্রকাশিত : ৮ ফেব্রুয়ারী, ২০২১ ১৬:১৯

সাপাহারে আদিবাসী পল্লীতে মাদক বিরোধী অভিযান

সাপাহার(নওগাঁ) প্রতিনিধি:
সাপাহারে আদিবাসী  পল্লীতে মাদক বিরোধী অভিযান

নওগাঁর সাপাহার উপজেলার আদিবাসী পল্লীতে উঠান বৈঠক ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে উপজেলার লক্ষীপুর সহ বিভিন্ন আদিবাসী পল্লীতে মাদক সেবনে পরিবেশ তথা শরীরের বিভিন্ন প্রকার ক্ষতির কারণ উল্লেখ করে আদিবাসী নারী-পুরুষদের নিয়ে উঠান বৈঠক ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার। এসময় আদিবাসী নেতা ভূট্টু পাহান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মাদক বিরোধী অভিযানে ওসি তারেকুর রহমান সরকারের সাথে কথা হলে তিনি সাংবাদিকদের জানান, মাদকের সাথে কোন আপশ নেই, আর এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

 

উপরে