প্রকাশিত : ১০ ফেব্রুয়ারী, ২০২১ ১৮:৩৭

শিবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু'গ্রুপের সংঘর্ষে নিহত ১

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
শিবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু'গ্রুপের সংঘর্ষে নিহত ১

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু'গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় ১ জন নিহতের খবর পাওয়া গেছে। জানা যায়, এই ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ দলীয় নেতা এসএম রূপম ও যুবলীগ থেকে সদ্য বহিস্কৃত নব্য আওয়ামীলীগ নেতা আবু জাফর মন্ডল আসন্ন ইউপি নির্বাচনে অংশ গ্রহণ করতে প্রস্তুতি নেয়। এরই ধারাবাহিকতায় দুই প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব ও বিরোধ চলছিল। তাদের আধিপত্য বিস্তার কে কেন্দ্র করেই এ খুনের ঘটনা ঘটেছে বলে এলাকার সাধারণ সচেতন মহল মনে করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার রাতে উপজেলার দাড়িদহ বাজারে কেন্দ্রীয় মসজিদের সামনে আওয়ামীলীগ দলীয় চেয়ারম্যান এসএম রূপম গ্রুপের সমর্থক আজহারুল ইসলাম নান্টু (৪০) কে রাত ৯টার সময় প্রতিপ আবু জাফর এর সমর্থকরা হামলা চালিয়ে এলোপাথারী চা-পাতি, রা দা ও দেশীয় অস্ত্র দ্বারা হামলা চালিয়ে আহত করে পালিয়ে যায়। এসময় এলাকাবাসী আশংকাজনক অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে দিলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত ২টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার সময় সন্ত্রাসীরা এলাকার ব্যবসায়ীদের দোকানের আলোর ব্যবস্থা বন্ধ করে দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে প্রায় ৫/৭টি দোকান ভাংচুর ও লুটতরাজ করে। এঘটনায় সহকারী পুলিশ সুপার শিবগঞ্জ সার্কেল আরিফুল ইসলাম সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয় জনসাধারণ ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করে প্নূরায় ব্যবসা প্রতিষ্ঠান খোলার জন্য বলেন। এবং কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।। এ ঘটনায় নিহতের পিতা বাদশা মিয়া বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি গ্রহণ করছেন বলে নিহতের পারিবারিক সূত্রে জানা যায়। নিহত নান্টু মিয়া নিয়ামতপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে । এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম বদিউজ্জামান বলেন, ঘটনার পরই রাত থেকেই এলাকায় অতিরি পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ব্যবসায়ীদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলার দায়ের করা হবে। তদন্ত সাপেে দোষী ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তি জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপরে