শিবগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় প্রান হারালো কিশোর রাকিবুল
বগুড়া-জয়পুরহাট সড়কের কিচক কেকা ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেল দূর্ঘটনায় আবারও প্রাণ ঝড়লো এক কিশোরের আহত ২ সহপাটি।
প্রত্যদর্শীরা জানান,তিন কিশোর কিচক বাজার থেকে তাদের বাসায় ফিরছিলো পথিমধ্যে কেকা ফিলিং স্টেশন জায়গায় মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে আখঁ বোঝাই একটি ট্রলির সাথে সংঘর্ষ ঘটে। রাকিবুল (১৯) গ্রাম পুটখুর নামে এক ছেলে বগুড়া শজিমিকে নেওয়ার পথে রাতেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় বাশার (২৪)পিতা ইসমাইল ও অজ্ঞাতনামা এক কিশোরকে বগুড়া শজিমিকে ভর্তি করা হয় । তাদের অবস্থাও আশংকা জনক। ঘাতক ট্রাক ও টলি পালিয়ে যায়।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি