প্রকাশিত : ১১ ফেব্রুয়ারী, ২০২১ ১৫:৫৭

পঞ্চগড়ে অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভূক্তির দাবিতে মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভূক্তির দাবিতে মানববন্ধন

প্রচলিত জনবল কাঠামো সংশোধন করে জাতীয় বিশ^বিদ্যালয় অধিভূক্ত বেসরকারি কলেজসমূহে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত পাঁচ হাজার ৫শ জন অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভূক্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় প্রেসকাবের সামনে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন পঞ্চগড় শাখা। এসময় জেলা শাখার সভাপতি মানিক হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক মানিক হোসেন প্রমূখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, ১৯৯৩ সালে সরকার বেসরকারি কলেজগুলোতে অনার্স-মাস্টার্স বিষয় খোলার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের আলোকে কলেজসমূহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়ে শিক্ষক নিয়োগ করে অনার্স-মাস্টার্স চালু করে পাঠদান প্রক্রিয়া অব্যাহত রাখে। এই সিদ্ধান্তের ২৯ বছর পর সরকার এটি বন্ধ করার প্রজ্ঞাপন জারি করে। এতে করে নিয়োগপ্রাপ্তরা যারা দীর্ঘদিন ধরে শিক্ষকতা করে আসছে তারা ক্ষতিগ্রস্ত হবে। তারা উক্ত প্রজ্ঞাপনটি বাতিলে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।

 

উপরে