প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারী, ২০২১ ২০:২৭

বিএনপি জোট সরকারের সময় মানুষ সন্ত্রাসীদের হাতে জিম্মি ছিলো: আইসিটি প্রতিমন্ত্রী পলক

ষ্টাফ রিপোর্টার
বিএনপি জোট সরকারের সময় মানুষ সন্ত্রাসীদের হাতে জিম্মি ছিলো: আইসিটি প্রতিমন্ত্রী পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন,বিএনপি জোট সরকারের আমলে নির্যাতিত বহু আওয়ামী লীগের ক্ষত এখনো শুকায়নি।  সিংড়ার জনগন ৩৭ বছর অবহেলিত ছিলো, কাঙ্খিত উন্নয়ন হয়নি। ভোটের সময় মিথ্যা আশ্বাস দিয়ে জনগনকে প্রতারিত করা হয়েছে। সরলতার সুযোগ নিয়ে প্রতারনা করা হয়েছে, ভোটের পর আর কেউ খবর রাখেনি। বিএনপি জোট সরকারের সময় মানুষ সন্ত্রাসীদের হাতে জিম্মি ছিলো।
ডাকাতি, লুটপাট, খুন এবং সন্ত্রাসী বাহিনী দ্বারা মানুষ নির্যাতিত হয়েছে।  অথচ আওয়ামী লীগ সরকার সবসময় জনগনের পাশে আছে। গ্রামে গ্রামে রাস্তা, বিদ্যুত, ভবন, ব্রীজ, কালভার্ট হয়েছে। মানুৃষ শহরের সুযোগ সুবিধা গ্রামে পাচ্ছে। নৌকায় ভোট দিয়ে মানুষ উন্নয়ন পাচ্ছে। নৌকা দেশে উন্নয়ন এনে দিয়েছে।

শনিবার বিকেলে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি ইটালী ইউনিয়নের শালিখা পাড়া ব্রীজ উদ্বোধন শেষে রাতাল বাজারে শীতার্থদের মাঝে কম্বল বিতরন কালে এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ,  ইটালী ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, সুকাশ ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ,  সাবেক ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম, কলম ইউপি চেয়ারম্যান মঈনুল হক চুনু, ইটালী ইউনিয়ন সভাপতি মতিউর রহমান রাজা, সাধারন সম্পাদক বেলাল খান, সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হালিম মো: হাসমত, সহ সভাপতি ফরিদুল ইসলাম, সদস্য সুলতান আহমেদ, ইউপি সদস্য আব্দুল জলিল,

রামানন্দ খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুকুল হোসেন,  ডাহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক গোলাম হাবিব দুলাল,   ইটালী ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক দেদার হায়াত প্রমুখ।পরে তিনি সিকিচোরা গ্রামে রাস্তা উদ্বোধন এবং তিরাইল ও পাকুরিয়ায় কম্বল বিতরন করেন।

উপরে