প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারী, ২০২১ ১৫:২৮

সাপাহারে ইউনিয়ন পরিষদের এ্যাম্বোলেন্স নিয়ে সরকারি রাস্তার গাছ কর্তন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
সাপাহারে ইউনিয়ন পরিষদের এ্যাম্বোলেন্স নিয়ে সরকারি রাস্তার গাছ কর্তন
নওগাঁর সাপাহারে সরকারি রাস্তার গাছ কর্তনের অভিযোগ উঠেছে ৬ নং শিরন্টী ইউপি চেয়ারম্যান আব্দুল বাকী'র বিরুদ্ধে।
 
জানাযায়, রোববার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার খঞ্জনপুর মোড় হতে ভাতকাড়া রাস্তায় শিরন্টী ইউনিয়ন পরিষদ হতে প্রায় ১ শ গজ দূরে ৬ নং শিরন্টী ইউনিয়ন পরিষদের এ্যাম্বোলেন্স (অটো চার্জার) গাড়ি নিয়ে গ্রাম পুলিশের দফাদার উপস্থিত থেকে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের সরকারি রাস্তার দুটি জীবিত গাছ কর্তন করে। এসময় সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রাম পুলিশের দফাদার সফিজুলকে গাছ কর্তন বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি জানান, শিরন্টী ইউপি চেয়ারম্যান আব্দুল বাকি তাদের দুটি গাছ কাটতে বলেছে। এসময় ওই গ্রাম পুলিশের তথ্যের ভিত্তিতে গাছের উপরের অংশ ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনে তালাবদ্ধ অবস্থায় দেখতে পাওয়া যায়।
 
ইউপি চেয়ারম্যান আব্দুল বাকির মুঠো ফোনে সাংবাদিকদের সাথে কথা হলে তিনি বলেন, গাছগুলো মরা গাছ তাই কাটতে বলেছি ইউনিয়ন পরিষদের কাজে লাগানোর জন্য। সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে তিনি আরও বলেন, বরেদ্র অফিস থেকে পরে কাগজ করে নেওয়া হবে।
 
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এবিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
 
এবিষয়ে উপজেলা বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্মকর্তা প্রকৌশলী রেজাউল করিমের সাথে কথা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে তদন্ত শেষে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।
 
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী বলেন, বিষয়টি শুনেছি তদন্ত সাপেক্ষে আইগত ব্যাবস্থা গ্রহন করা হবে।
উপরে