প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারী, ২০২১ ১৬:৪২

পঞ্চগড়ের মিরগড় সীমান্তে বিজিবি’র সচেতনতা সভা

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের মিরগড় সীমান্তে বিজিবি’র সচেতনতা সভা

পঞ্চগড় সদর উপজেলার মীরগড় সীমান্তে স্থানীয় অধিবাসীদের সাথে সচেতনতামুলক সভা করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার দুপুরে মীরগড় সীমান্তের করতোয়া নদীর পাড়ে ওই সভা অনুষ্ঠিত হয়। সচেতনতামুলক সভাই প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার আনিসুর রহমান।

এসময় পঞ্চগড় ১৮ বিজিবি’র উপ অধিনায়ক মুন্সি এমদাদুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, পঞ্চগড় প্রেসকাবের সভাপতি সফিকুল আলম, মীরগড় কোম্পানি কমান্ডার সুবেদার হাবিবুর রহমান হাবিব, ধাক্কামারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম রবি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ১৮ বিজিবি অধিনায়ক খন্দকার আনিসুর রহমান বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে বিজিবি। আপনারা অযথা সীমান্তে অনুপ্রবেশ করে নিজেকে ও বিজিবিকে বিপদে ফেলবেন না। মাদক ও চোরাচালান থেকে নিজে দূরে থাকবেন, অন্যদের এ ব্যাপারে দূরে থাকতে সচেতন করবেন। মাদক সেবন ও বিক্রি করা নিজেদেরকে ফাঁসিতে ঝুলানোর সমান। বিজিবি আপনাদের পাশে অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সভা শেষে ওই এলাকার চার শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে শীতের কম্বল এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

 

উপরে