প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারী, ২০২১ ১৯:১৬

অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সভা

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সভা

নারীর রাজনৈতিক ক্ষমতায়নে যোগাযোগ দক্ষতা উন্নয়ন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক কর্ম প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বৃদ্ধির উদ্দেশ্যে এ সভা হয়।

আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারীর  কিশোরগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমীতে হেলভেটাস বাংলাদেশ সংস্থার আয়োজনে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে যোগাযোগ দক্ষতা উন্নয়ন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাপলা বেগমের সভাপত্বিতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা সমন্বয়কারী ডেমক্রেসিওয়াচ কামাল হোসেন শাহ। অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাকির হোসেন বাবুল,উপজেলা জাতীয় পাটির আহ্বায়ক রেজাউল আলম স্বপন. উপজেলা বিএনপি আহ্বায়ক আব্দুল্যাহ আল মামুন। খুরশিদা জাহানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলার ৯ ইউনিয়নের নারীনেত্রী,সমাজকর্মী,শিক্ষক,সাংবাদিক প্রমূখ।

উপরে