পাঁচবিবিতে লাইন ধরে করোনার টিকা গ্রহন
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলাবাসি উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে লাইনে দাঁড়িয়ে করোনা ভ্যাকসিনের টিকা গ্রহন করছেন।
মহীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুরুষ ও মহিলাদের আলাদা ২টি বুথে করোনার ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। টিকা প্রদানের লক্ষে একদল নার্সকে আলাদাভাবে একদিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
উপজেলায় প্রথম ধাপে ৩ হাজার লোকের মাঝে নিবন্ধনের মাধ্যমে করোনার টিকা প্রদান করা হচ্ছে। এরইমধ্যে টিকা গ্রহনের নিমিত্তে প্রায় ৪ হাজার ৩’শ জন আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে এরইমধ্যে প্রায় ২৭’শ ৫৭ জন লোকের শরীরে করোনার টিকা প্রদান করা হয়েছে।
মহীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলতি মাসের ৭ তারিখে একযোগে সারাদেশের ন্যায় এ কার্যক্রমের উদ্বোধন হয়েছিল। মহিপুর উপজেলা স্বাস্থ্য কমম্পেক্সে স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শহীদ হোসেন উপজেলায় প্রথম ধাপে ৩ হাজার লোকের মাঝে করোনার টিকা প্রদান প্রায় শেষের পথে।

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি