প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২১ ১৪:০৩

বগুড়ার উন্নয়নের স্বার্থে নৌকা মার্কার বিকল্প নাই: মোহন

প্রেস বিজ্ঞপ্তি
বগুড়ার উন্নয়নের স্বার্থে নৌকা মার্কার বিকল্প নাই: মোহন

আসন্ন বগুড়া পৌরসভার সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীর পে নির্বাচনী জনসংযোগে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) নেতৃত্ব দেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা মঞ্জুরুল আলম মোহন।

নির্বাচনী জনসংযোগ ও মিছিল বগুড়া শহরের বনানী হতে আরম্ভ হয়ে মাটিডালি সদর উপজেলা হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে সাতমাথায় বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে জননেতা মঞ্জুরুল আলম মোহন শেরপুর উপজেলায় সংপ্তি পথসভায় বক্তব্য রাখেন।

বগুড়ায় আয়োজিত নির্বাচনী জনসংযোগ ও সমাবেশে জননেতা মঞ্জুরুল আলম মোহন বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারি সারাদিন বগুড়ার উন্নয়নে নৌকা মার্কায় ভোট দিন। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনীত ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত যোগ্য প্রার্থী আলহাজ্ব আবু ওবায়দুল হাসান ববিকে নৌকা মার্কায় বিজয়ী করে বগুড়া শহরের সুষম উন্নয়নে অংশ নিন। বিগত সময়ে বগুড়ায় বিএনপি প্রার্থী পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে বগুড়াবাসীর কোন উন্নয়ন হয়নি। বিএনপির মেয়র বগুড়া শহর নিয়ে কোন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করেননি। বিএনপি শুধু সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করায় ব্যস্ত। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন রূপকল্পকে এগিয়ে নিতে ডিজিটাল বাংলাদেশ গড়তে উন্নয়নের মার্কা “নৌকা মার্কায়” ভোট দিন। আওয়ামী লীগ ভোটারদের উন্নয়নে অঙ্গীকার রা করতে জানে। কোন গুজবে কান দেবেন না, দুর্নীতিবাজ, চাপাবাজ, হত্যাকারী, জালিয়াতের কথায় বিভ্রান্ত হবেন না। ২৮ ফেব্রুয়ারি সারাদিন ভোট কেন্দ্রে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বিজয় সুনিশ্চিত হওয়া পর্যন্ত শক্ত অবস্থান নেয়ার আহ্বান জানাচ্ছি।

এ্যাড. রেজাউল করিম মন্টুর সভাপতিত্ব ও অসীম কুমার রায়ের সঞ্চালনায় সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, বগুড়া পৌরসভা নির্বাচনের আগ মুহুর্তে নৌকা মার্কার কর্মীদের হয়রানীর উদ্দেশ্যে জননেতা মঞ্জুরুল আলম মোহন সহ দলীয় নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। এেেত্র প্রশাসনের স্বচ্ছ ও নিরপে পদপে জরুরী। ২৮ তারিখ সকাল থেকে ভোট কেন্দ্রে অবস্থান করে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে নেতা কর্মীদের নির্দেশনা প্রদান করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন-
জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আল-রাজী জুয়েল, সদস্য অধ্য সহিদুল ইসলাম দুলু, সোহরাব হোসেন ছান্নু, পৌর আওয়ামীলীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু ওবায়দুল হাসান ববি, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, সাধারণ সম্পাদক অসীম কুমার রায়, শহর যুবলীগের সভাপতি মাহফুজুল আলম জয়, সাধারণ সম্পাদক উদয় কুমার বর্মন, শেরপুর উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ভুট্টো, শাজাহানপুর উপজেলা যুবলীগের সভাপতি ভিপি এম সুলতান আহমেদ, ধনুট উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, শেরপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা, শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রন্জু, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবায়দুল্লাহ সরকার স্বপন, আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ, শাহ সুলতান কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকিউল ইসলাম জনি সহ প্রমুখ নেতৃবৃন্দ।

উপরে