প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২১ ২০:১১

বৃহত্তর বগুড়া জেলা কোল্ড ষ্টোরেজ ওনার্স এসোসিয়েশনের সঙ্গে লেবার সর্দারদের আলোচনা সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার
বৃহত্তর বগুড়া জেলা কোল্ড ষ্টোরেজ ওনার্স এসোসিয়েশনের সঙ্গে লেবার সর্দারদের আলোচনা সভা অনুষ্ঠিত

বৃহত্তর বগুড়া জেলা কোল্ড ষ্টোরেজ ওনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে কোল্ড ষ্টোরেজ লেবার সর্দারদের আলোচনা সভা আজ শনিবার নওদাপাড়া বগুড়ায় হোটেল মম ইন এর কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

ওনার্স এসোসিয়েশনের সভাপতি ও টিএমএসএস‘র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমের সভপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ওনার্স এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ খলিলুর রহমান,সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল গফুর,সহ-সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক নিলুফার মাহরুখ হোসেন, টিএমএসএস এর পরিচালক (সিপিএস) মোঃ জাকির হোসেন প্রমূখ। এ ছাড়াও আলোচনা সভায় কোল্ড ষ্টোরেজ ওনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, কোল্ড ষ্টোরেজের স্বত্বাধিকারী, কর্মকর্তা ও বিভিন্ন কোল্ড ষ্টোরেজের লেবার সর্দারগণ বক্তব্য রাখেন। সভায় ওনার্স এসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন বাদলের নেতৃত্বে¡ পাঁচ সদস্য বিশিষ্ট ভিজিলেন্স টিম গঠনের সিদ্ধান্ত হয়। এই টিম এসোসিয়েশনের সদস্যভূক্ত কোল্ড ষ্টোরেজে অভিযান পরিচালনা করবে। যে সব প্রতিষ্ঠান সরকারের নির্দেশ অমান্য করে ৫০ কেজি ওজনের বেশী ধারণ ক্ষমতা সম্পূর্ণ বস্তায় আলু সংরক্ষণ করবে, তাদের বিরুদ্ধে এসোসিয়েশন আইন গত ব্যবস্থা গ্রহণ করবে। আগামী ১ মার্চ সোমবার থেকে এই ভিজিলেন্স টিম পরিদর্শন কার্যক্রম শুরু করবে। সভায় সর্বসম্মতি ক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়াও প্রতি কেজি আলু সংরক্ষণে ৫ টাকা ও ৫০কেজি ওজনের বস্তা ব্যবহারের পূর্বের সিদ্ধান্ত বহাল রাখা হয়।

উপরে