শিবগঞ্জে হাট বাজার ইজারায় অর্থবছরে ৪ কোটি ৫৬ লক্ষ টাকার রাজস্ব বৃদ্ধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের আওতাধীন ছোট বড় মোট সরকারি হাট বাজার ১৯টি গত অর্থ বছরে উল্লেখিত ১৯টি হাটের ৮ কোটি ৮৭ লক্ষ ৩৫ হাজার ৬ শত ৬৫ টাকা ইজারা মূল্য ছিল। এবার চলতি অর্থ বছরে উল্লেখিত হাট বাজারের ইজারা প্রদান করা হয়েছে ১৩ কোটি ৪৪ লক্ষ ১৩ হাজার ৩ শত টাকা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর বলেন, হাট বাজারের শিডিউল সবার জন্য ক্রয় করা উমুক্ত রাখা হয়েছিল। উপজেলা প্রশাসন, সহকারি কমিশনার ভূমি ও শিবগঞ্জ থানা থেকে যে কেউ শিডিউল সংগ্রহ করে ইচ্ছা মত দরপত্র দাখিল করায় এবং সরকারের নীতিমালা অনুযায়ী দরপত্র প্রেরণ করায় এবছর গত অর্থ বছরের চেয়ে এবারে ৪ কোটি ৫৬ লক্ষ ৭৭ হাজার ৬ শত ৩৫ টাকা বেশী রাজস্ব বৃদ্ধি পেয়েছে। হাট বাজারে আরো উন্নয়ন ঘটলে আগামীতে আরো রাজস্ব আয় বৃদ্ধি পাবে।
তিনি আরো বলেন, এ রাজস্ব আয় বৃদ্ধির ফলে গ্রামীণ অবকাঠামো ইউনিয়নের তৃণমূল পর্যায়ে রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড করা সম্ভব হবে। এতে করে সরকারের যে পদক্ষেপ গ্রামকে শহরে রূপান্তরিত করতে আর একধাপ এগিয়ে যাবে।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি