প্রকাশিত : ১ মার্চ, ২০২১ ১৫:৫৮

শিবগঞ্জে দুটি পুকুরে বিষ প্রয়োগ ৩ লক্ষাধিক টাকার মাছ নিধন

শিবগঞ্জ (বগুাড়া) প্রতিনিধিঃ
শিবগঞ্জে দুটি পুকুরে বিষ প্রয়োগ ৩ লক্ষাধিক টাকার মাছ নিধন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক চৌধুরীপাড়ায় গ্রামে গভীর রাতে পূর্ব শত্রুতার জের ধরে দুটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৩ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ নিধন করা হয়েছে।

জানা গেছে, চৌধুরীপাড়া গ্রামের মৎস্য ব্যবসায়ী মামুন পাটোয়ারী ও সুমন চৌধুরী যৌথ ভাবে আব্দুল জলিল চৌধুরী ও রফিকুল ইসলামের নিকট থেকে ৬ বিঘার দুটি পুকুর লিজ নিয়ে দীর্ঘদিন যাবত মৎস্য চাষ করে আসছে। একপর্যায়ে পূর্ব শত্রুতার জের ধরে রবিবার গভীর রাতে তাদের লিজকৃত পুকুরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির মাছ নিধন করে। এতে তাদের প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।

এব্যাপারে মৎস্য ব্যবসায়ী মামুন ও সুমন চৌধুরী বলেন, আমরা উদ্যোক্ত হিসাবে যুব সমাজের বেকারত্ব অবসানের লক্ষ্যে জনবল নিয়ে মাছ চাষ করে আসার এক পর্যায়ে আমাদের আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে প্রতি পক্ষরা মাছ চাষকৃত দুটিপুকুরে বিষ প্রয়োগ করে মাছ গুলি বিনষ্ট করেছে।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এব্যাপারে অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

উপরে