প্রকাশিত : ৩ মার্চ, ২০২১ ১৯:৩৫

ভারত থেকে হিলি বন্দরে চাল আমদানির অনুমতি পেলেন ১০ জন

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
ভারত থেকে হিলি বন্দরে চাল আমদানির অনুমতি পেলেন ১০ জন

সরকার ঘোষিত নতুন করে ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে চাল আমদানির অনুমতি পেয়েছেন ১০ জন আমদানি কারক।আজ বুধবার (৩ মার্চ) বিকেলে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য হারুন উর রশিদ হারুন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দেশে চালের সংকট এবং মুল্য স্বাভাবিক রাখতে সরকার আবার ভারত থেকে নতুন করে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছেন। দেশের ৫৭ টি প্রতিষ্ঠান চাল আমদানির অনুমতি পেয়েছে। তার মধ্যে আমি, মেয়র চলন্ত, হাকিম মন্ডলসহ হিলিতে ১০ জন আমদানি কারকরা চাল আমদানির অনুমতি পেয়েছি।

হাকিমপুর (হিলি) পৌর মেয়র ও চাল আমদানি কারক জামিল হোসেন চলন্ত বলেন, দেশের ৫৭ জন আমদানি কারকদের মধ্যে আমরা হিলি স্থলবন্দরের ১০ জন চাল আমদানির অনুমতি পেয়েছি। এলসি লাগানো হয়ে গেছে। আগামী এক মাসের মধ্যে ভারত থেকে এলসিকৃত চাল হিলিগুলো বন্দরে এসে পৌঁছাবে।

উপরে