প্রকাশিত : ৪ মার্চ, ২০২১ ১৫:১৫

পঞ্চগড়ে দরিদ্র পরিবারে কর্মসংস্থান সৃষ্টি ও আয় বৃদ্ধি করণে অবহিতকরণ সভা

অনলাইন ডেস্ক
পঞ্চগড়ে দরিদ্র পরিবারে কর্মসংস্থান সৃষ্টি ও আয় বৃদ্ধি করণে অবহিতকরণ সভা

পঞ্চগড়ে দরিদ্র পরিবারে কর্মসংস্থান সৃষ্টি ও আয় বৃদ্ধি করণে বকনা বাছুর লালনপালন, মোটাতাজা ও গাভীকরণ কর্মসূচি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-বিএনএফ’র সহযোগিতায় ওই সভার আয়োজন করে বেরসরকারি সংস্থা ‘পরস্পর’। জেলা শহরের এম আর কলেজ রোডে সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম। সমাজসেবার উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়ের সভাপতিত্বে ওই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন ও কামাতকাজলদিঘী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোজাহার আলী। সঞ্চালনা করেন পরস্পর’র নির্বাহী পরিচালক ও জেলা পরিষদ সদস্য আকতারুন নাহার সাকী। সভায় কামাতকাজলদিঘী ইউনিয়নের সদস্য, গন্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রকল্পের আওতায় কামাতকাজলদিঘী ইউনিয়নের ১২ জন দরিদ্র পরিবারের মাঝে লালনপালনের জন্য একটি করে বকনা বাছুর বিনামূল্যে দেয়া হবে।

উপরে