পাঁচবিবিতে ভূমিহীনদের বাসগৃহের ভিত্তিপ্রস্তর স্থাপন
জয়পুরহাটের পাঁচবিবিতে মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের খাস জমি বন্দোবস্ত প্রদানপূর্বক দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হউপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বিকালে উপজেলার বাগজানা ইউনিয়নের জীবনপুর ১৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের বাসস্থানের নিমিত্তে নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনিরুল শহিদ মন্ডল মুন্না। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন, উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম ও বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক।

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি