রাণীনগরে তিনটি খড়ের পালা পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা
নওগাঁর রাণীনগরে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের তিনটি খড়ের পালা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার ভেবড়া গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় ঘটনাস্থলের অদুরে থেকে পেট্রলসহ বোতল,ইনজেকশনের সিরিঞ্জ,জায়গা জমির বেশ কিছু কাগজপত্র উদ্ধার করেছে থানাপুলিশ। স্থানীয়রা জানিয়েছেন ঘটনার আগে ও পরে বেশ কয়েকটি পটকা ফুটিয়ে ও মারপিট করে ঘটনাস্থল থেকে চলে যায় মূখোশধারী দূবৃত্তরা।
স্থানীয় সুত্রে জানাগেছে,মঙ্গলবার রাত অনুমান ১২টা নাগাদ হঠাৎ করেই ভেবড়া গ্রামে বেশ কয়েকটি পটকা ফুটতে থাকে। এর পর লোকজন দেখতে পান ওই গ্রামের কাশেম আলীর ছেলে শরিফুল ইসলামের খড়ের পালায় আগুন জ্বলছে। একই সময় ওই গ্রামের নুর মোহাম্মদের ছেলে হাসান আলী ও আত্তাব হোসেনের ছেলে ভুট্রুর খড়ের পালায়ও আগুন জ্বলছে। আগুন দেখে স্থানীয়রা নিভানোর চেষ্টা করে। এর পরেও শরিফুল ইসলামে ৪০ হাজার,হাসান আলীর ১৫ হাজার ও ভুট্রু সরদারের প্রায় ১০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তারা। ওই গ্রামের নুর মোহাম্মদ জানান,তার বাড়ীর কাজের ছেলে সোহেল (৩৬) পার্শ্ববতি গ্রামে ওয়াজ শুনে বাড়ী ফেরার সময় মূখোশ পড়া দূবৃত্তরা তাকে মারপিট করে ছেরে দেয়।তার বাড়ীর দরজায় তালাও দিয়েছিল দূবৃত্তরা। গ্রামের লোকজন জেগে ওঠলে দূবৃত্তের দল পটকা ফুটিয়ে পালিয়ে যায়। গ্রামবাসিরা বলেন,ঘটনার আগেও কয়েকটি এবং পালিয়ে যাবার সময় কয়েকটি পটকা ফুটিয়েছে দূবৃত্তরা। তবে ঘটনাস্থলের অদুরে ফেন্সিডিলের বোতল,পেট্রলসহ ২টি বোতল,ইনজেকশনের ২টি সিরিঞ্জ, জায়গা জমির কিছু কাগজপত্র ও একজোড়া স্যান্ডেল পরেছিল।এঘটনায় শরিফুল ইসলাম বুধবার রাণীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্ত করতে এসে পেট্রলসহ ২টি বোতল,ইনজেকশনের ২টি সিরিঞ্জ,জায়গা জমির বেশ কিছু কাগজপত্র ও এক জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা এসআই সেলিম।
অভিযোগকারী শরিফুল ইসলাম বলেন,গ্রামের কোন লোকজনের সাথে আমাদের দ্বন্দ্ব নেই । দূবৃত্তরা হয়তো অন্য কোন উদ্দেশ্যে এসেছিল ,কিন্তু গ্রামের লোকজন দ্রুত জেগে ওঠার কারনে তারা পালিয়ে গেছে।রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ বলেন,এঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি