ঐতিহাসিক ৭ মার্চে বগুড়ায় শ্রদ্ধাঞ্জলী নিবেদন, আলোচনা সভা
ঐতিহাসিক ৭ মার্চ উপলে বগুড়ায় বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। আজ রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক জিয়াউল হকের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান।
জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে জেলা পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন। এরপর জেলা আওয়ামী লীগ শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বক্তব্য রাখেন। এছাড়া বগুড়া প্রেসকাব, সদর উপজেলা পরিষদ সহ বিভিন্ন সংগঠন কর্মসূচী পালন করেছে।

ষ্টাফ রিপোর্টার