পঞ্চগড়ে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস পালিত
পঞ্চগড়ে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে রোববার সকালে সার্কিট হাউসের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক স্থাপন করেন জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন।
দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি। বিকেল সাড়ে ৩টায় ৭ মার্চ ১৯৭১ এর সাথে মিল রেখে সমগ্র জেলার সকল সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়। সন্ধ্যায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে কবিতা আবৃত্তি, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।

পঞ্চগড় প্রতিনিধি