কাহালুতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
“করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে সোমবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের যৌথ আয়োজনে আলোচনা সভা ও ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও ঋণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান। উক্ত আলোচনা সভা ও ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাহালু উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাঞ্জিমা অখতার।
কাহালু উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. গোলাম মোর্শেদ এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও ঋণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রওশন আকতার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান রাসেল, তথ্য আপা মরিয়ম আকতার, শীতলাই পল্লী মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী রেশমা খাতুন প্রমূখ।
আলোচনা সভা ও ঋণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু মডেল প্রেসকাবের সভাপতি ইউনুস আলী টনি, সাধারণ সম্পাদক এম এ মতিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন স্থান হতে আসা নারীবৃন্দ। আলোচনা সভা শেষে ৩৩ জন মহিলাদের মাঝে ৪ লক্ষ ৯৫ হাজার টাকার ঋণের চেক বিতরণ করেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ) ও উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান।

কাহালু (বগুড়া) প্রতিনিধি