শিক্ষার্থীদের মানবিক গুণাবলী বিকাশে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য’’: রাজশাহী বিভাগীয় কমিশনার
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর বলেন, মানসম্মত শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক গুণাবলী বিকাশে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য।শিক্ষার্থীকে ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে শিক্ষকরাই অগ্রণী ভূমিকা পালন করবে। শিক্ষকরাই হবে শিক্ষার্থীদের কাছে ভালো মানুষ হওয়ার রোল মডেল। মুখস্থ বিদ্যাকে নিরুৎসাহিত করে বুঝে পড়ার দিকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করতে হবে।
মঙ্গলবার সকালে বগুড়ার বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের আয়োজনে বিয়াম মডেল স্কুল ও কলেজ এবং ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। বিয়াম ফাউন্ডেশন অডিটরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র, বগুড়ার পরিচালক মোহা: আব্দুর রফিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম আলী বেগ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষদ্বয় দুলাল হোসেন ও শফিকা আকতার, প্রভাষক শফিকুল ইসলাম, জিয়াউর রহমান, আব্দুল হান্নান, রফিকুল ইসলাম, সাবিহা নাজনীন, ল্যাবরেটারি স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রোকেয়া পারভীন, সিনিয়র শিক্ষক রহিমা আকতার, সহকারি শিক্ষক সনজিদা খানম, আরিফুর রহমান প্রমুখ। এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান। শেষে বিয়াম মডেল স্কুল ও কলেজের লাইব্রেরিতে স্থাপিত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার এবং একাডেমিক ভবনে স্থাপিত ‘ন্যাচার এন্ড হেরিটেজ কর্ণার’ এর উদ্বোধন করেন।
প্রধান অতিথি আরও বলেন, ভালো মানুষ হওয়ার অনুপ্রেরণা পেলে শিক্ষার্থীরা অনায়াসে ভাল ফলাফল করতে পারবে। এক্ষেত্রে অভিভাবকদেরকেও সমান ভাবে সম্পৃক্ত করতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদেরকে দেশ ও জাতি গঠনে উৎসাহ প্রদান করার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান।

অনলাইন ডেস্ক