পঞ্চগড়ে স্কুলের ল্যাব থেকে চুরি যাওয়া ১০টি ল্যাপটপ বাঁশঝাড় থেকে উদ্ধার
পঞ্চগড় জেলা সদরের শেখের হাট উচ্চ বিদ্যালয়ের ল্যাব থেকে চুরি যাওয়া ১১টি ল্যাপটপের মধ্যে ১০টি উদ্ধার করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ। গতকাল বুধবার সকালে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের শিংনাথ পাড়া গ্রামে পাকা সড়কের পাশের বাঁশঝাড় থেকে বস্তা ভর্তি অবস্থায় ল্যাপটপগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বুধবার ভোরে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় এক ব্যক্তি রাস্তার ধারে বাঁশঝাড়ে বস্তাবন্দি অবস্থায় কিছু একটা দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে বস্তা খুলে দেখে সেখানে ১০টি ল্যাপটপ রয়েছে। পুলিশের ধারণা ল্যাপটপ চুরির মামলায় সন্দেহভাজন এক আসামীকে গ্রেফতারের পর জড়িত অন্যরা ভয়ে ল্যাপটপগুলো বাঁশঝাড়ে ফেলে রেখে যায়।
গত ২৬ ফেব্রুয়ারি রাতে শেখের হাট উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ১১টি ল্যাপটপ চুরি হয়। এ ঘটনায় ২ মার্চ ওই স্কুলের প্রধান শিক্ষক মতিয়ার রহমান বাদি হয়ে অজ্ঞাতদের আসামী করে পঞ্চগড় সদর থানায় একটি মামলা করে। পুলিশ গত ৭ মার্চ সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বামন পাড়া গ্রামের মাহবুব আলমের ছেলে মাহাবুল (২৬) কে তার নিজ বাড়ি থেকে আটক করে পঞ্চগড় থানা পুলিশ। তাকে আটকের পর মামলার তদন্তকারী কর্মকর্তা পঞ্চগড় সদর থানার এসআই মিজানুর রহমান পরদিন আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। বুধবার রিমান্ড শুনানী শেষে পঞ্চগড়ের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মতিউর রহমান ওই আসামীর রিমান্ড মঞ্জুর না করে জেলগেটে দুই দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পঞ্চগড় সদর থানার এসআই মিজানুর রহমান জানান, সন্দেহজনকভাবে আটক করা মাহাবুলকে জিজ্ঞাসাবাদ করলে চুরির সাথে কারা কারা জড়িত এবং বাকি একটি ল্যাপটপ উদ্ধার করা সম্ভব হবে।

পঞ্চগড় প্রতিনিধি