বগুড়ায় বঙ্গবন্ধু কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট উপলক্ষে সাংবাদিক সম্মেলন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং চেম্বার কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর আর্থিক সহায়তায় প্রথম বারের মত আয়োজন করা হচ্ছে বঙ্গবন্ধু কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট।
আজ বুধবার বিকেলে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের হলরুমে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সুলতান মাহমুদ খান রনি লিখিত বক্তব্যে বলেন, আগামী ১৭ মার্চ বুধবার সকাল ৯টায় আনুষ্ঠানিক ভাবে এ টুর্ণামেন্টের শুভ উদ্ভোধন করা হবে। জেলার ৮টি কাব লিগ পদ্ধতিতে এ টুর্ণামেন্টে অংশগ্রহন করবে। টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন দলকে ১লক্ষ টাকা ও রানার্স আপ দলকে ৫০হাজার টাকা সহ ট্রফি প্রদান করা হবে বলে জানান তিনি। এছাড়াও প্রতিটি খেলায় ম্যান অফ দা ম্যাচ, ফাইনালে ম্যান অফ দা টুর্ণামেন্ট, সেরা বলার এবং সেরা ব্যাটসম্যানের পুরস্কার প্রদান করা হবে। খেলায় প্রতিটি দল ১৪ জন স্থানীয় এবং ২জন করে বহিরাগত খেলোয়ার খেলাতে পারবেন। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এবং সমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে এ ক্ষুদ্র প্রয়াস বলেও জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য গোলাম রব্বানী রুবেল, আল-রাজি জুয়েল সহ আরো অনেকে। সাংবাদিক সম্মেলন শেষে বঙ্গবন্ধু কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের লোগো উন্মোচন করা হয়।

ষ্টাফ রিপোর্টার