শেরপুরে যৌতুকলোভী স্বামীর আগুনে পুড়লো স্ত্রীর শরীর
বগুড়ার শেরপুরে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে পাষান্ড স্বামী বিরুদ্ধে। আগুনে দগ্ধ ওই গৃহবধূর নাম অঞ্জলি খাতুন (১৯)।
আজ বৃহস্পতিবার সকালে এই পৈশাচিক ঘটনায় শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এদিকে ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আশঙ্কাজনক অবস্থায় ওই গৃবধূকে উদ্ধার করে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে দেন। আগুনে তাঁর শরীরের পয়ত্রিশ শতাংশ পুড়ে গেছে। তাই ঝলসানো শরীর নিয়ে হাসপাতালের বার্ন ইউনিটে ছটফট করছেন এই গৃহবধূ।
অভিযোগে জানা যায়, উপজেলার গাড়ীদহ ইউনিয়নের হাপুনিয়া গ্রামের উজ্জল হোসেনের মেয়ে অঞ্জলি খাতুন। বিগত একবছর আগে পার্শ্ববর্তী শাজাহানপুর উপজেলার বিষ্ণপুর গ্রামের বাবলু মিয়ার ছেলে মোহাম্মদ বুলবুল মিয়ার (২৫) সঙ্গে তাঁর বিয়ে হয়। কিছুদিন ভালোই কাটছিল তাদের দাম্পত্য জীবন। তবে সম্প্রতি যৌতুকের টাকা পরিশোধ করা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। বিয়ের সময় যৌতুক হিসেবে টাকা ও জিনিসপত্র দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা দ্রুত পরিশোধে চাপ দেন পাষা- স্বামী ও তার পরিবারের লোকজন। কিন্তু যৌতুকলোভী স্বামীর দাবি পুরণে ব্যর্থ হওয়ায় প্রায়ই অঞ্জলি খাতুনের উপর শারিরীক ও মানুষিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে অমানুষিক নির্যাতন সহ্য করতে না পেরে মাসখানেক আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চলে আসে।
এদিকে গত ১০মার্চ বুধবার দুপুরের দিকে বুলবুল মিয়া শেরপুর উপজেলার হাপুনিয়া গ্রামস্থ শ্বশুড়বাড়িতে এলে আগের বিষয়গুলো নিয়ে তাদের স্বামীর-স্ত্রীর মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এসময় ওই বাড়িতে পরিবারের অন্যরা কেউ ছিলেন না। এই সুযোগে যৌতুকলোভী পাষান্ড স্বামী একটি শয়নকক্ষে তার স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে দরজা-জানালা আটকে দিয়ে দ্রুত পালিয়ে যায় বলে ভুক্তভোগী ও তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।
তবে অভিযুক্ত স্বামী বুলবুল মিয়া ও তার পরিবারের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, নিজের শরীরে নিজেই আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে অঞ্জলি খাতুন। এছাড়া তার কাছে কোনো যৌতুক চাওয়া হয়নি। তাই শারিরীক ও মানুষিক নির্যাতন চালানোর প্রশ্নই উঠে না। তবে কেন অঞ্জলি নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালালো-এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান তারা।
এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম শহিদ বলেন, ঘটনাটির খবর পেয়েই তিনিসহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমান স্যার ঘটনাস্থলে যাই। এরপর হাসপাতালে গিয়ে অগ্নিদগ্ধ ওই গৃহবধূ ও তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছি। ঘটনাটি নিয়ে ইতিমধ্যে তদন্তের কাজ শুরু করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যেই উক্ত ঘটনার রহস্য উম্মোচিত হবে। তাই বিষয়টি নিয়ে এই মুহূর্তে এর বেশি কিছু বলা ঠিক হবে না বলে মন্তব্য করেন। এছাড়া ঘটনাটি নিয়ে এখনো মামলা হয়নি। তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি