সিরাজগঞ্জে ট্রাক চাপায় নারী নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ট্রাক চাপায় খোদেজা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার সকালে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত খোদেজা বেগম বগুড়ার শেরপুর উপজেলার খাগার আরসোনপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী জানান, ঢাকা থেকে বগুড়া গামী একটি ট্রাকে কয়েক জন ব্যাক্তি ফিরছিল। হাটিকুমরুল গোলচত্বর এলাকায় পৌঁছিলে ট্রাকের চাকায় সমস্যা দেখা দেওয়ায় ট্রাকটি মেরামত করার জন্য রাস্তার পাশে দাঁড়ায়। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নিহত নারী রাস্তা পারাপারের সময় হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অজ্ঞাত ট্রাক চাপায় এই নারী মারা যায়। শুক্রবার সকালে নিহত নারীর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

অনলাইন ডেস্ক