পঞ্চগড়ে স্কেভেটরবাহী ট্রাক্টর উল্টে দুই চালক নিহত
পঞ্চগড়ে স্কেভেটরবাহী ট্রাক্টর উল্টে গিয়ে দুই চালক নিহত হয়েছে। আহত হয়েছেন চালকের সহকারি। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে পঞ্চগড়-আটোয়ারি মহাসড়কের সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার মুক্তার হোসেন (২৪) এবং তালিবুর রহমান (৪৯)। দূর্ঘটনায় চালকের সহকারি সুকুমার চন্দ্র রায় (৩৫) গুরত্বর আহত হয়েছেন।
পঞ্চগড় ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে স্কেভেটরবাহী ট্রাক্টরটি পঞ্চগড় থেকে আটোয়ারীর দিকে যাচ্ছিল। কমলাপুর নামক স্থানে একটি সেতু নির্মানের কাজ চলার কারণে বাইপাস সড়ক দিয়ে যানবাহন চলাচল করছে। ট্রাক্টরের চালক তা বুঝতে না পেয়ে নির্মানাধীন সেতুর সামনে গিয়ে গাড়ি ঘুরিয়ে নেয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে ট্রাক্টরটি স্কেভেটরসহ পাশের খালে উল্টে যায়।
এসময় ট্রাক্টর ও স্কেভেটর চালকসহ একজন সহযোগি চাপা পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে গুরুত্বর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই চালককে মৃত ঘোষণা করেন। গুরুত্বর আহত সুকুমারকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দূর্ঘটনায় দুইজনের নিহতের খবর নিশ্চিত করেছেন পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিরঞ্জন কুমার।
পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আতাহার সিদ্দিকী দুইজন নিহত ও একজন আহত হওয়ার খবর নিশ্চিত করে বলেন গুরুত্বর আহত সুকুমারকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঠাকুরগঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পঞ্চগড় সদর থানার উপ পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, প্রক্রিয়া শেষে স্বজনদের কাজে লাশ হস্তান্তর করা হবে।

পঞ্চগড় প্রতিনিধি