বগুড়ায় ভ্যান চালকের মরদেহ উদ্ধার
বগুড়ায় জমি থেকে জাহাঙ্গীর প্রামাণিক (৫০) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরর বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের দোবাড়িয়া পশ্চিম পাড়া গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জাহাঙ্গীর দোড়াবাড়িয়া গ্রামের মৃত বদির উদ্দিনের ছেলে।তিনি পেশায় বাবুর্চির কাজ করতে কাজের ফাঁকে ভ্যানও চালাতেন।
জানা গেছে, শুক্রবার বেলা ১২ টার দিকে লোকজন দোবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামের নেপিয়ার ঘাস চাষকরা জমিতে ঘাসের মধ্যে মরদেহ দেখতে পান। এখবর জানাজানি হলে গ্রামের শত শত মানুষ সেখানে ভিড় জমান। গ্রামের লোকজনই মরদেহটি জাহাঙ্গীরের বলে শনাক্ত করেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে রান্নার কাজের কথা বলে কাপড় চোপড়ের ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয়।
লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাফতুন আহম্মেদ বার্তা২৪.কমকে বলেন, মরদেহে তেমন কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। মরদেহের পার্শ্বেই তার ব্যাগটি পড়ে ছিল। ধারণা করা হচ্ছে রাতে দুর্বৃত্তরা মরদেহ ঘাসের জমিতে ফেলে রেখে গেছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। জাহাঙ্গীরের মৃত্যুর ব্যাপারে অনুসন্ধান চলছে।

অনলাইন ডেস্ক