শিবগঞ্জের গুজিয়ায় বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
টিএমএসএস এর কার্যক্রম-২ ডমিনের অর্ন্তভূক্ত মানবাধিকার ও জেন্ডার বিভাগের বাস্তবায়নে ও এইচইএম সেক্টরের আয়োজনে বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়ায় সংস্থার শাখা অফিসে গতকাল রবিবার বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর বিরঙ্গ চন্দ্র মন্ডল। আরও বক্তব্য রাখেন টিএমএসএস এর পরামর্শক কৃষিবিদ মোঃ আসাদুর রহমান,পরিচালক মোঃ আব্দুস সালাম, টিএমএসএস সাধারণ পরিষদের সহঃ সদস্য সচিব মিনতি আখতার বানু, সদস্য ও বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হেফাজত আরা মিরা, সদস্য আফরুজা খাতুন, সদস্য আঞ্জুমান আরা,টিএমএসএস গুজিয়া শাখার গ্রুপ সভানেত্রী মতিজান বিবি প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন টিএমএসএস এর সমৃদ্ধি প্রকল্পের সহকারী এরিয়া ম্যানেজার আব্দুল হান্নান। সভায় সভাপতিত্ব করেন গুজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তোফায়েল আহম্মেদ (সাবু)। সভা পরিচালনা করেন মানবাধিকার কর্মী ও টিএমএসএস এর সহকারী জোনাল ম্যানেজার সাহানা আফরোজ খানম। সার্বিক দায়িত্ব পালন করেন গুজিয়া শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুল হাই।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশ অর্থনৈতিক ভাবে এগিয়ে যাচ্ছে কিন্তু প্রাচীন ধ্যান ধারণার কারণে সমাজ থেকে বাল্য বিবাহ এখনও দূর করা যাচ্ছে না। বাল্য বিবাহ ও যৌতুকের কুফল তুলে ধরে সমাজে সচেতনতা বৃদ্ধি করতে হবে। বাল্য বিবাহ ও যৌতুক দিব না এবং নিব না এই শ্লোগানকে সামনে রেখে আমাদের সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। তারা আরও বলেন মেয়েদের নারী শিক্ষায় শিক্ষিত হতে হবে। একটি শিক্ষিত সমাজই পারে দেশ ও সমাজ থেকে বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ করতে।

ষ্টাফ রিপোর্টার