সাপাহারে “স্কলারশিপ ও বিদেশে উচ্চ শিক্ষা” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নওগাঁর সাপাহারে “স্কলারশিপ ও স্পল্প খরচে বিদেশে উচ্চ শিক্ষা” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।জেম-জিনিয়াস এডুকেয়ার মিডিয়ার আয়োজনে রোববার বিকেল ৫টায় উপজেলা সদরের আরব টাওয়ারে প্রতিষ্ঠানের সিইও জহুরুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে “স্কলারশিপ ও স্পল্প খরচে বিদেশে উচ্চ শিক্ষা” বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক ইসমত ইনামুল হক, প্রফেসর আল-ফারুক চৌধুরী সাবেক অধ্যক্ষ রাজশাহী কলেজ, আব্দুন নুর সাবেক অধ্যক্ষ দিঘীর কলেজ,সমাজসেবক নুরল হক মাষ্টার,চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল, অধ্যক্ষ আবু এরফান প্রমূখ।এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,অভিভাবক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি