নন্দীগ্রামে ছাত্রাবাসে যুবকের আত্মহত্যা
বগুড়ার নন্দীগ্রামে ছাত্রাবাসে মঈনুল ইসলাম (২৮) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। জানা গেছে, নাটোর জেলার সিংড়া উপজেলার বিলদহর গ্রামের আব্দুল করিমের ছেলে নন্দীগ্রামে নাহিদ ফার্মেসীতে ৩-৪ বছর ধরে কর্মচারী হিসাবে কাজ করতো, সে নন্দীগ্রাম রহমান নগর মিলি ছাত্রাবাসে ভাড়া থাকতো। আজ ১৪ মার্চ সকালে কাজের বুয়া তার রুমের দরজার সামনে এসে ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ পায়নি। পরে ওই ছাত্রাবাসের মালিক এসে দরজা খুলে দেখে ঘরের ভিতরে তার মরদেহ পড়ে আছে। এ খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ধারনা করা হচ্ছে বিষ জাতিয় কোনো কিছু পান করে সে আত্মহত্যা করেছে। লাশ পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আত্মহত্যা করার পূর্বে সে চিরকুট লিখে গেছে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ি না’।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি