বগুড়ায় ২ বস্তা কচ্ছপসহ আটক ২
বগুড়ায় বিক্রির সময় ২ বস্তা কচ্ছপসহ ২ ব্যক্তিকে আটক করেছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।
সোমবার সকালে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘টিম ফর এনার্জি এন্ড ইনভায়রনমেন্ট রিসার্চ’ (তীর) এর সহযোগিতায় বগুড়ার তিনমাথা রেলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, রফিকুল ইসলাম ও গোবিন্দ চন্দ্র। তাদের দুজনের বাড়িই বগুড়া সদরে।
তীর এর সাবেক সভাপতি আরাফাত রহমান জানান, তীরের সাংগঠনিক সম্পাদক হোসেন রহমান সকালে কচ্ছপ বিক্রি হতে দেখে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটকে জানান। বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিকসহ একটি টিম ঘটনাস্থলে গিয়ে তীরের সদস্যদের সহযোগিতায় ২ বস্তা কচ্ছপসহ ২ জনকে হাতে নাতে আটক করেন। এসময় দুটি বস্তায় ৩৫টি কচ্ছপ পাওয়া যায়।
আরাফাত রহমান জানান, কচ্ছপগুলো তারা নোয়াখালী, ভৈরব ও মুন্সিগঞ্জ থেকে সংগ্রহ করে বগুড়ায় এনেছেন। প্রতি মাসে তারা এ রকম দু তিনটি চালান বিক্রি করে থাকেন। এগুলো সুন্ধি কচ্ছপ। একসময় সারা দেশেই পাওয়া যেতো। অতি আহরণের কারণে এখন আর তেমন পাওয়া যায় না।
বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক জানান, প্রতি কেজি ১ থেকে দেড় হাজার টাকা দরে বিক্রি হয়। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী কাছিম ধরা, শিকার, ক্রয়-বিক্রয় ও খাওয়া দণ্ডনীয় অপরাধ।

অনলাইন ডেস্ক