নীলফামারীর কিশোরগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আজ সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর “জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস” “গণহত্যা দিবস”, “মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” এবং “স্বাধীনতার সূর্বণজয়ন্তী: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ” পালনে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ১৭ মার্চ, ২০২১ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর “জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস”, ২৫ মার্চ, ২০২১ “গণহত্যা দিবস”, ২৬ মার্চ ২০২১ “মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” এবং ২৭-২৮ মার্চ, ২০২১ “স্বাধীনতার সূর্বণজয়ন্তী: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ” উদযাপন উপলক্ষে এ প্রস্তুতিমূলক সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, শাপলা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবুল, ইউপি চেয়ারম্যানগণ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন সংগঠেনর নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ।

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি