বগুড়া পৌরসভা নির্বাচনে জামানতের টাকা হারিয়েছেন যারা
গত ২৮ শে ফেব্রুয়ারী বগুড়া পৌরসভা নির্বাচনে অংশ গ্রহন করে অনেক প্রার্থীই তাদের জনপ্রিয়তা যাচাই করতে গিয়ে নির্বাচন অফিসে নমিনেশন উত্তোলনের সময় জমা দেওয়া জামানতের টাকা হারিয়েছেন। ভোটের আগে নিজের মুখে নিজের জনপ্রিয়তা থাকলেও ভোট গণনা শেষে জনগণের কাছে কার কতটুকু গ্রহনযোগ্যতা ও জনপ্রিয়তা তার বাস্তব চিত্র এই প্রতিবেদনে। কেননা নির্বাচন বিধিমালা অনুযায়ী প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা নির্বাচনে হারলেও জামানতের টাকা তুলতে হলে প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ অথবা প্রদত্ত ভোটের ১২.৫০% ভোট পেতে হবে। এবারে বগুড়া পৌরসভা নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২,৭৫,৮৭০ জন, প্রদত্ত মোট ভোট ছিল ১,৬৫,১২২ জন , যা ৫৯.৮৫% উপস্থিতি ছিল।
গত ২৮ শে ফেব্রুয়ারী বগুড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা সকলেই জনগণের মাঝে নিজেদের জনপ্রিয়তা তুলে ধরে প্রচার প্রচারনা চালালেও ভোটের দিন ভোট গণনা শেষে বিএনপির সমর্থীত প্রার্থী জনাব রেজাউল করিম বাদশা ধানের শীষ প্রতীকে ৮২,২১৭ টি বা ৪৯.৭৯% ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী (স্বতন্ত্র) আব্দুল মান্নান আকন্দ (জগ) প্রতীকে ৫৬০৯০ টি বা ৩৩.৯৭% ভোট পেয়ে জামানতের টাকা রক্ষা করতে পারলেও অপর ২ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থীর একজন হলেন ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী, বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি নৌকা প্রতীকে ২০০৮৯ টি বা ১২.১৭% এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সমর্থিত প্রার্থী আব্দুল মতিন হাত পাখা প্রতীকে ৬১৯১ টি বা ৩.৭৫% ভোট পেয়ে জামানতের টাকা হারিয়েছেন।
সংরক্ষিত মহিলা আসনের ক্ষেত্রে, সংরক্ষিত ওয়ার্ড - ০১(১,২,৩), মোট ভোটর সংখ্যা ৩৬৬১৪ জন, প্রদত্ত ভোট ২১৯২৯ টি, যা ৫৯.৮৯% উপস্থিতি। মোট প্রার্থী ৬ জন, জামানত হারিয়েছেন ৪ জন। এই ওয়ার্ডে জোবাইদা বেগম (জবা ফুল) ৯০৩৯ টি বা ৪১.২০% ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী নিলুফা কুদ্দুস (চশমা) ৬১৩৪ টি বা ২৭.৯৭% ভোট পেয়ে জামানত রক্ষা করেছেন। আর অপর ৪ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থীই তাদের স্বস্ব জামানতের টাকা হারিয়েছেন। তারা হলেন- আইভি খাতুন (আনারস) ২৪৬২ টি বা ১১.২৩%, মিনারা বেগম (বলপেন) ২১১৫ টি বা ৯.৬৪%, রুবিয়া খাতুন (টেলিফোন) ১২১৩ টি বা ৫.৫৩%, ও সৈয়দ হুমায় আরা ফারজানা (অটোরিক্্রা) ৮৬২ টি বা ৩.৯৩%।
সংরক্ষিত ওয়ার্ড - ০২(৪,৫,৬), মোট ভোটার সংখ্যা ২৯৪২৯ জন, প্রদত্ত ভোট ১৬৪৬১ টি, যা ৫৫.৯৩% উপস্থিতি। মোট প্রার্থী ৬ জন, জামানত হারিয়েছেন ২ জন। এই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে ফারুক সখিনা শিখা (চশমা) ৩৯২৮ টি বা ২৩.৮৬% ভোট পেয়ে বেসরকারীভাবে নিবার্চিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন মারজিয়া হাসান রুমকি (জবা ফুল) ৩৩৪৮ টি বা ২০.৩৪%, স্বপ্না বেগম (বলপেন) ৩৭৪৮ টি বা ২২.৭৭%, ও হাসনা আকতার (অটোরিক্্রা) ২৩০৯ টি বা ১৪.০৩% ভোট পেয়েছেন। অপর ২ জন প্রার্থী মিনারা বেগম (টেলিফোন) ১৭২৮ টি বা ১০.৪০% ও মাহমুদা আকতার মুক্তা (আনারস) ১৩১০ টি বা ৭.৯৬% ভোট পেয়ে জামানত হারিয়ছেন।
সংরক্ষিত ওয়ার্ড - ০৩(৭,৮,৯), মোট ভোটার সংখ্যা ২৫৮১২ জন, প্রদত্ত ভোট ১৩৪২৪ টি, যা ৫২.০১% উপস্থিতি। মোট প্রার্থী ৩ জন, জামানত হারান নি কোন প্রার্থীই। এই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে হোসনে আরা হাসি (আনারস) ৫৭৬৫ টি বা ৪২.৯৫% ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচি হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী উম্মে আছমা খাতুন (চশমা) ৫১৪৫ টি বা ৩৮.৩৩% ও রোকেয়া বেগম (টেলিফোন) ২৪৫৭ টি বা ১৮.৩১% ভোট পেয়েছন জামানত রক্ষা করেছেন।
সংরক্ষিত ওয়ার্ড - ০৪(১০,১১,১২), মোট ভোটার সংখ্যা ৩৬০৬৯ জন, প্রদত্ত ভোট ১৭৬৮১ টি যা ৪৯.০২% উপস্থিতি। মোট প্রার্থী ৭ জন, জামানতের টাকা হারিয়েছেন ২ জন। এই ওয়ার্ডের শাহিনুর (দ্বিতল বাস) ৪২৭৪ টি বা ২৪.১৭% ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী হলেন খোদেজা বেগম (জবা ফুল) ৩৪৫৬ টি বা ১৯.৫৫%, বিলাসী রানী সরকার (অটোরিক্্রা) ২৯০১ টি বা ১৬.৪১%, রাবেয়া খাতুন (টেলিফোন) ২৯৭২ টি বা ১৬.৮১% ও রেবেকা সুলতানা (চশমা) ২২০০ টি বা ১২.৪৪% ভোট পেয়েছেন। অপর ৩ জন যথা- আফরোজা আক্তার রিমা (আনারস) ১২৬৬ টি বা ৭.১৬% ও ফাতেমা বেগম ছন্দ (আংটি) ৫৩৫টি বা ৩.০৩% ভোট পেয়ে জামানতের টাকা খুইয়েছেন।
সংরক্ষিত ওয়ার্ড - ০৫(১৩,১৪,১৫), মোট ভোটার সংখ্যা ৫৩১০৩ জন, প্রদত্ত ভোট ৩৪০৫৮ টি, যা ৬৪.১৪% উপস্থিতি। মোট প্রার্থী ৭ জন, জামানত হারিয়েছেন ৫ জন। এই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে শিরিন আক্তার (বলপেন) ১৮৩৩৭ টি বা ৫৩.৮৪% ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী শিরিন আক্তার শিল্পি ( আনারস) ৬৮৫২ টি বা ২০.২০% ভোট পেয়ে জামানত রক্ষা করেছেন। অপর ৫ জন প্রার্থীই তাদের স্বস্ব জামানতের টাকা হারিয়েছেন। তারা হলেন- আক্তারি খাতুন (জবা ফুল) ১২৯২ টি বা ৩.৮০%, জাফরিন সুলতানা লিলাভ (চশমা) ১২৬৩ টি বা ৩.৭০%, মমতাজ বেগম ( অটোরিক্্রা) ২৬১৪ টি বা ৭.৬৮%, রোকেয়া খাতুন (টেলিফোন) ১৫০৯ টি বা ৪.৪৩% ও এমেলিয়া (দ্বিতল বাস) ২০৪১ টি বা ৬% ভোট।
সংরক্ষিত ওয়ার্ড - ০৬(১৬,১৭,১৮), মোট ভোটার সংখ্যা ৩৬৬৯৭ জন, প্রদত্ত ভোট ২৩৭৭৮ টি, যা ৬৪.৮০% উপস্থিতি। মোট প্রার্থী ৭ জন, জামানত হারিয়েছেন ৪ জন। এই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে মুক্তি বেগম (অটোরিক্্রা) ৫৯৯৫ টি বা ২৫.২১% ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী স্বপ্না চৌধুরী (টেলিফোন) ৫৬৮৯ টি বা ২৩.৯৩%, ও সুবর্ণা আক্তার মুক্তি (আনারস) ৪৮৭৯ টি বা ২০.৫২% পেয়ে জামানত রক্ষা করেছেন। অপর ৪ জন প্রার্থীই তাদের স্বস্ব জামানতের টাকা হারিয়েছেন। তারা হলেন- জান্নাতুল ফেরদৌসী (আংটি) ২৬০২ টি বা ১০.৯৪%, মাজেদা ইয়াসমিন (জবা ফুল) ১৩৪৮ টি বা ৫.৬৮%, মিনারা বেগম (দ্বিতল বাস) ১৮৭৯ টি বা ৭.৯০% ও মুন্নী (চশমা) ১২৩৭ টি বা ৫.২১% ভোট পেয়েছেন।
সংরক্ষিত ওয়ার্ড - ০৭(১৯,২০,২১), মোট ভোটার সংখ্যা ৫৮১৪৬ জন, প্রদত্ত ভোট ৩৭৭৮১ টি, যা ৬৪.৯৮% উপস্থিতি। মোট প্রার্থী ১৪ জন, জামানত হারিয়েছেন ১২ জন। এই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে মঞ্জুয়ারা খাতুন (জবা ফুল) ৭৮২৩ টি বা ২০.৭১% ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী নাদিরা বেগম (বই) ৬৯৭৩ টি বা ১৮.৪৬% ভোট পেয়েছেন। এছাড়া বাকি ১২ জন প্রার্থীই তাদেও স্বস্ব জামানতের টাকা হারিয়েছেন। তারা হলেন- খালেকুন্নাহার বেগম (অটোরিক্্রা) ১৩৭৭ টি বা ৩.৬৪%, জহুরা বেগম (আংটি) ৯৯০ টি বা ২.৬২%, ডলি বেগম সাহনাজ (মেট্রোরেল) ৫৪৯ টি বা ১.৪৫%, ফাহিমা বেগম (আনারস) ২৪০৯ টি বা ৬.৩৮%, ফেরদৌসী বেগম (ফুটবল) ৩১১৫ টি বা ৮,২৫%, মোখছেদা বেগম (বৈদ্যুতিক পাখা) ২৩১৫ টি বা ৬.১৩%, রঞ্জনা বেগম (চশমা) ৩১৩০ টি বা ৮.২৮%, রেহেনা বেগ (টেলিফোন) ৪৫৫৬ টি বা ১২.০৬%, রোকেয়া খাতুন (দ্বিতল বাস) ৮৩২ টি বা ২.২০%, শাহেরা খাতুন (বলপেন) ৯৮৮ টি বা ২.৬২%, হাওয়া বেগম (হেলিকপ্টার) ৬২২ টি বা ১.৬৫% ও শামিমা আক্তার (হারমোনিয়াম) ১৯০৪ টি বা ৫.০৪%।
সাধারন ওয়ার্ড - ০১, মোট ভোটার সংখ্যা ১৪৬৩৪ জন, প্রদত্ত ভোট ৮১৮৬ টি, যা ৫৫.৯৪% উপস্থিতি। মোট প্রার্থী ৪ জন, জামানত হারিয়েছেন ২ জন। এই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে শাাহ মেহেদী হাসান হিমু (পাঞ্জাবী) ৩৮২৫ টি বা ৪৬.৭৩% ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হযেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী সৈয়দ সার্জিল আহম্মেদ টিপু (উট পাখি) ৩৫৮০ টি বা ৪৩.৭৩% ভোট পেয়ে জামানত রক্ষা করতে পারলেও অপর ২ জন প্রার্থী আসাদুজ্জামান (ডালিম) ১৮৪ টি বা ২.২৫% ও শফিকুল ইসিলাম নয়ন (টেবিল ল্যাম্প) ৫৭১ টি বা ৬.৯৮% ভোট পেয়ে জামানতের টাকা হারিয়েছেন।
সাধারন ওয়ার্ড - ০২, মোট ভোটার সংখ্যা ১১৪৬৭ জন, প্রদত্ত ভোট ৭০৯৫ টি, যা ৬১.৮৭% উপস্থিতি। মোট প্রার্থী ১৪ জন, জামানত হারিয়েছেন ১২ জন। এই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে তৌহিদুল ইসলাম (ব্ল্যাক বোর্ড) ২৩২৫ টি বা ৩২.৭৭% ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দিদ্ব প্রার্থী রেজাউল ইসলাম সরকার (ব্র্রিজ) ১০৫৮ টি ১৪.৯১% ভোট পেয়ে জামানত রক্ষা করতে পেরেছেন। অপর ১২ প্রার্থীই তাদের স্বস্ব জামানতের টাকা হারিয়েছেন। তারা হলেস- আব্দুর রহমান (টিউবওয়েল) ১৮৯ টি বা ২.৬৬%, উজ্জ্বল হাসান (ডালিম) ২৮৬ টি বা ৪.০৩%, এফাতাউল খলিফা চিটার মুন্সি (পাঞ্জাবী) ৮২ টি বা ১.১৬%, জাহেদুল রহমান (টেবিল ল্যাম্প) ২১৫ টি বা ৩.০৩%, দিলবর হোসেন (ক্রু ড্রাইভার) ৪৩ টি বা ০.৬১%, নজরুল ইসলাম (টিউব লাইট) ৮৫০ টি বা ১১.৯৪%, পটু মিয়া (ঢেঁড়শ) ২৬৯ টি বা ৩.৭৯%, মজনু মিয়া (পানির বোতল) ৪৩ টি বা ০.৬১%, মানিক সরকারর (মাইক) ৩৯৪ টি বা ৫.৫৫%, মোজাম্মেল হক (ফাইল কেবিনেট) ৪৪৭ টি বা ৬.৩০%, সাইফুল ইসলরাম (গাজর) ৪০ টি বা ০.৫৬% ও সুমন (উট পাখি) ৮৩২ টি বা ১১.৭৩% ভোট।
সাধারন ওয়ার্ড - ০৩, মোট ভোটার সংখ্যা ১০৫১৩ জন, প্রদত্ত ভোট ৬৬৪৮ টি, যা ৬৩.২৪% উপস্থিতি। মোট প্রার্থী ৩ জন, জামানত হারিয়েছেন ১ জন। এই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে কবিরাজ তরুন কুমার চক্রবর্তী (টেবিল ল্যাম্প)) ৩৭৯৩ টি বা ৫৭.০৫% ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আমিনুল ফরিদ (পানির বোতল) ২৪৩৮ টি বা ৩৬.৬৭% ভোট পেয়ে জামানত রক্ষা করলেও অপর প্রার্থী ময়নুল হক ( ডালিম) ৪০৩ টি বা ৬.০৬% ভোট পেয়ে জামানত খুইয়েছেন।
সাধারন ওয়ার্ড - ০৪, মোট ভোটার সংখ্যা ১১১৭০ জন, প্রদত্ত ভোট ৫৯৪৩ টি, যা ৫৩.২১% উপস্থিতি। মোট প্রার্থী ৪ জন, জামানত হারিয়েছেন ৩ জন। এই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি প্রার্থীদেও মধ্যে আব্দুর মতিন সরকার (উট পাখি) ৪২৪৮ টি বা ৭১.৪৮% ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন এবং তার সাথে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর ৩ জন প্রার্থীই তাদের স্বস্ব জামানতের টাকা হারিয়েছেন। তারা হলেন- আবু জাফর মোঃ মাহমুদুন্নবী রাসের (ব্ল্যাক বোর্ড) ৭২১ টি বা ১২.১৩%, আব্দুল মান্নান (টেবিল ল্যাম্প) ৩২৬ টি বা ৫.৪৮% ও তাজুল ইসলাম ৬১৭ টি বা ১০.৩৮%।
সাধারন ওয়ার্ড - ০৫, মোট ভোটার সংখ্যা ৭৪৫৯ জন, প্রদত্ত ভোট ৪৩০৭ টি, যা ৫৭.৭৪% উপস্থিতি। মোট প্রার্থী ৮ জন, জামানত হারিয়েছেন ৫ জন। এই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে রেজাউল করিম ডাবলু (উট পাখি) ১৪৬১ টি বা ৩৩.৯২% ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আনন্দ চন্দ্র দাস (ব্রিজ) ১০৯৬ টি বা ২৫.৪৫% ও সৈয়দ আনোয়ারুল ইসরাম বাবলা (টেবিল ল্যাম্প) ৬৬৭ টি বা ১৫.৪৯% ভোট পেয়ে জামানত রক্ষা করলেও অপর ৫ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী তাদের স্বস্ব জামানতের টাকা খুইয়েছেন। তারা হলেন- কাজী মাইনুর রহমান (পানির বোতল) ৪৬৯ টি বা ১০.৮৯%, অনন্যা রহমান (ডালিম) ৩.৩৪%, আইনুল শেখ (পাঞ্জাবী) ৭৮ টি বা ১.৮১%, আব্দুল হাসিব (ব্ল্যাক বোর্ড) ৪২ টি বা ০.৯৮% ও সেতু খন্দকার (টিউব লাইট) ৩৩৬ টি বা ৭.৮০% ভোট।
সাধারন ওয়ার্ড - ০৬, মোট ভোটার সংখ্যা ১০৮০০ জন, প্রদত্ত ভোট ৬২১১ টি, যা ৫৭.৫১% উপস্থিতি। মোট প্রার্থী ২ জন। এই ওয়ার্ডের পরিমল চন্দ্র দাস (উট পাখি) ৪৮৩০ টি বা ৭৭.৭৭% ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন এবং তার সাথে একমাত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী আনন্দ কুমার দাস (পাঞ্জাবী) ১৩৪৮ টি বা ২১.৭০% পেয়ে জামানতের টাকা রক্ষা করেছেন।
সাধারন ওয়ার্ড - ০৭, মোট ভোটার সংখ্যা ৭৬৫৮ জন, প্রদত্ত ভোট ৩২০৭ টি, যা ৪১.৮৮% উপস্থিতি। মোট প্রার্থী ২ জন। এই ওয়ার্ডে দেলোয়ার হোসেন পশারী হিরু (উট পাখি) ১৮০৪ টি বা ৫৬.২৫% ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন এবং তার সাথে একমাত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী আহম্মদ কবির মিন্টু (ডালিম) ১৩৯২ টি বা ৪৩.৪১% পেয়ে জামানতের টাকা রক্ষা করেছেন।
সাধারন ওয়ার্ড - ০৮, মোট ভোটার সংখ্যা ৯৬১৯ জন, প্রদত্ত ভোট ৫৩৬০ টি, যা ৫৫.৭২% উপস্থিতি। মোট প্রার্থী ৭ জন, জামানত হারিয়েছেন ৫ জন। এই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে এরশাদুল বারী এরশাদ (টেবিল ল্যাম্প) ১৬১৯ টি বা ৩০.২১% ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন ইব্রাহিম হোসেন (উট পাখি) ১৫৯৬ টি বা ২৯.৭৮% ভোট পেয়েছেন। অপর ৫জন প্রার্থীই তাদের স্বস্ব জামানতের টাকা হারিয়েছেন। তারা হলেন- এস.এম আলী হাসান রাব্বি (পানির বোতল) ৩৪১ টি বা ৬.৩৬%, রেজাউল করিম লাবু (ডালিম) ১৩৫ টি বা ২.৫২%, রাব্বী হাসান জুয়েল (পাঞ্জাবী) ৩৮৩ টি বা ৭.১৫%, সামিউল হক (ব্রিজ) ৬৪৯ টি বা ১২.১১% ও সুলতান মন্ডল (ব্ল্যাক বোর্ড) ৬১৪ টি বা ১১.৪৬% ভোট পেয়েছেন।
সাধারন ওয়ার্ড - ০৯, মোট ভোটার সংখ্যা ৮৫৩৫ জন, প্রদত্ত ভোট ৪৮৫৭ টি, যা ৫৬.৯১% উপস্থিতি। মোট প্রার্থী ৩ জন, জামানত হারিয়েছেন ১ জন। এই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে আলহাজ্জ্ব শেখ (উট পাখি) ২৫১৪ টি বা ৫১.৭৬% ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোস্তাকিম রহমান (ডালিম) ১৮৭৬ টি বা ৩৮.৬২% ভোট পেয়েছেন জামানতের টাকা রক্ষা করলেও অপর প্রার্থী আজিজুল হক (পাঞ্জাবী) ৪৫৪ টি বা ৯.৩৫% ভোট পেয়ে জামানতের টাকা হারিয়েছেন।
সাধারন ওয়ার্ড - ১০, মোট ভোটার সংখ্যা ৭০৯৮ জন, প্রদত্ত ভোট ৩৩৬৮ টি, যা ৪৭.৪৫% উপস্থিতি। মোট প্রার্থী ২ জন। এই ওয়ার্ডে আরিফুর রহমান (উট পাখি) ২৭৯৭ টি বা ৮৩.০৫% ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মাহবুবর রহমান লুলকা (টেবিল ল্যাম্প) ৫৬৪ টি বা ১৬.৭৫% ভোট পেয়েছেন।
সাধারন ওয়ার্ড - ১১, মোট ভোটার সংখ্যা ১৩৫৮০ জন, প্রদত্ত ভোট ৬৪৫৫ টি, যা ৪৭.৫৩% উপস্থিতি। মোট প্রার্থী ৩ জন, জামানত হারিয়েছেন ২ জন। এই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে সিপার আল বখতিয়ার (পাঞ্জাবী) ৪৯৯৯ টি বা ৭৭.৪৪% ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার সাথে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর ২ জন যথা- নুর খান (ডালিম) ৬৮৫ টি বা ১০.৬১% ও শেখ এজাজুল হক ডনেল ( উট পাখি) ৭৪৮ টি বা ১১.৫৯% ভোট পেয়ে জামানতের টাকা খুইয়েছেন।
সাধারন ওয়ার্ড - ১২, মোট ভোটার সংখ্যা ১৫৩৯১ জন, প্রদত্ত ভোট ৭৮৫৮ টি, যা ৫১.০৬% উপস্থিতি। মোট প্রার্থী ৭ জন, জামানত হারিয়েছেন ৫ জন। এই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে এনামুল হক সুমন (ব্ল্যাক বোর্ড) ৩৫৮৪ টি বা ৪৫.৬১% ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুর রহিম প্রামানিক (পাঞ্জাবী) ২৮১৮ টি বা ৩৫.৮৬% ভোট পেয়ে জামানতের টাকা রক্ষা করলেও অপর ৫ জন প্রার্থীই তাদের স্বস্ব জামানতের টাকা হারিয়েছেন। তারা হলেন - আব্দুর রাজ্জাক (ব্রিজ) ২৩২ টি বা ২.৯৫%, এস.এম. তুহিন (ডালিম) ১০৬ টি বা ১.৩৫%, জাকিয়া সুলতানা (গাজর) ৪৪৩ টি বা ৫.৬৪%, মেহেদী হাসান (টেবিল ল্যাম্প) ১৪৯ টি বা ১.৮৯% ও সামসাদ আলম (উট পাখি) ৫০৩ টি বা ৬.৪০% ভোট পেয়েছেন।
সাধারন ওয়ার্ড - ১৩, মোট ভোটার সংখ্যা ২০১৬৮ জন, প্রদত্ত ভোট ১১৭৮৬ টি, যা ৫৮.৪৪% উপস্থিতি। মোট প্রার্থী ১৫ জন, জামানত হারিয়েছেন ১২ জন। এই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে আল মামুুন (ঢেড়শ) ৩১৪০ টি বা ২৬.৬৪% ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হেেয়ছেন। তার নিকটতম জামানতের টাকা রক্ষাকারী প্র্রতিদ্বন্দ্বি প্রার্থী আরিফুর রহমান (ব্ল্যাক বোর্ড) ১৪৮৩ টি বা ১২.৫৮% ও খোরশেদ আলম (টিউবওয়েল) ২৪৭৫ টি বা ২০.৯৯% ভোট পেয়েছেন। অপর ১২ জন প্রাথীই তাদের স্বস্ব জামানতের টাকা খুইয়েছেন। তারা হলেন- আবু বক্কর মোঃ খাইরুল ইসলাম (পাঞ্জাবী) ৬০৭ টি বা ৫.১৫%, নাদিম হোসেন (পানির বোতল) ৪২১ টি বা ৩.৫৭%, মীর মিজানুর রহমান (ডালিম) ৩০৬ টি বা ২.৬০%, আতাউর রহমান টেবিল ল্যা¤প) ১৬১ টি বা ১.৩৭%, জহুরুল ইসিলাম আকন্দ (পাঞ্জাবী) ৩০৩ টি বা ২.৫৭%, জাহেদ হোসেন (তবলা) ৫১২ টি বা ৪.৩৪%, তোফাজ্জল হোসেন (ক্রু ড্রাইভার) ৬৭৯ টি বা ৫.৭৬%, নজরুল ইসলাম (ফাইল কেবিেেনট) ১৪৯ টি বা ১.২৬%, মহিদুল ্ইসলাম (উট পাখি) ৩৭৬ টি বা ৩.১৯%, শহিদুল ইসলাম (টিউব লাইট) ১২৬ টি বা ১.০৭%, হেফাজুল আমিন (ব্রিজ) ২৮ টি বা ০.২৪% ও হোসেন আলী (মাইক) ৯৮৭ টি বা ৮.৩৭% ভোট পেয়েছেন।
সাধারন ওয়ার্ড - ১৪, মোট ভোটার সংখ্যা ১৩১৩৭ জন, প্রদত্ত ভোট ৮৬২২ টি, যা ৬৫.৬৩% উপস্থিতি। মোট প্রার্থী ১২ জন, জামানত হারিয়েছেন ৮ জন। এই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে রফিকুল ইসলাম (টিউব লাইট) ১৫৪১ টি বা ১৭.৮৭% ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিটতম জামানত রক্ষাকারী প্রতিদ্বন্দ্বি প্রার্থী হলেন- মুুহাম্মদ রেজাউল করিম (উট পাখি) ১২২২ টি বা ১৪.১৭%, মোহাম্মদ আব্দুল বারী (টেবিল ল্যাম্প) ১০৮৮ টি বা ১২.৬২% ও সাজ্জাদ হোসেন (পাঞ্জাবী) ১৩১৭ টি বা ১৫.২৭% বোট পেযেছেন। অপর ৮ জন জামানত হারানো প্রার্থীরা হলেন- এস.এম.আফজাল হোসেন (ডালিম) ৪২৩ টি বা ৪.৯১%, আব্দুল খালেক (ঢেড়শ) ৩৬৮ টি বা ৪.২৭%, আব্দুল মজিদ ফকির (ব্ল্যাক বোর্ড) ৭৪৭ টি বা ৮.৬৬%, ওবাইদুল হক রানু (পানির বোতল) ৩৬১ টি বা ৪.১৯%, নবীউল হাসান নবীন (ফাইল কেবিনেট) ৮৩৯ টি বা ৯.৭৩%, মশিউর রহমান (ক্রু ড্রাইভার) ৮২ টি বা ০.৯৫%, শফিকুল ইসলাম (গাজর) ২৪৯ টি বা ২.৮৯% ও সাজ্জাদ হোসেন (ব্রিজ) ৩৫ টি বা ০.০৪% ভোট পেয়েছেন।
সাধারন ওয়ার্ড - ১৫, মোট ভোটার সংখ্যা ১৯৭৯৮ জন, প্রদত্ত ভোট ১৩৬৫০ টি, যা ৬৮.৯৫% উপস্থিতি। মোট প্রার্থী ৮ জন, জামানত হারিয়েছেন ৫ জন। এই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে আমিনুল ইসলাম (উট পাখি) ৫১৪৭ টি বা ৩৭.৭১% ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী হলেন- আব্দুল গফুর প্রাং (পানির বোতল) ৩১৪৬ টি বা ২৩.০৫% ও মাসুদ রানা (পাঞ্জাবী) ২১৫৮ টি বা ১৫.৮১% ভোট পেয়েছেন। আর বাকি ৮ জন প্রার্থীই তাদের স্বস্ব জামানতের টাকা খুইয়েছেন। তারা হলেন- বাদল চন্দ্র কুন্ড (ফাইল কেবিনেট) ১৫০৫ টি বা ১১.০৩%, এমদাদুল হক (ব্ল্যাক বোর্ড) ৪৮৩ টি বা ৩.৫৪%, মামুনুর রশীদ মামুন (ব্রিজ) ২০৫ টি বা ১.৫০%, মাহফুজার রহমান মাফু (ডালিম) ২৪৩ টি বা ১.৭৮% ও শাহিন হোসেন (টেবিল ল্যাম্প) ৭২৩ টি বা ৫.২৯% ভোট পেয়েছেন।
সাধারন ওয়ার্ড - ১৬, মোট ভোটার সংখ্যা ১১৭২০ জন, প্রদত্ত ভোট ৭৫৬১ টি, যা ৬৪.৫১% উপস্থিতি। মোট প্রার্থী ৮ জন, জামানত হারিয়েছেন ৫ জন। এই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে আমিন আল মেহেদী (উট পাখি) ৩৮৬০ টি বা ৫১.০৫% ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী এরশাদ শেখ (টেবিল ল্যাম্প) ১৮৯১ টি বা ২৫% ভোট পেয়ে জামানতের টাকা রক্ষা করলেও অপর ৩ জন প্রার্থীই তাদের স্বস্ব জামানতের টাকা হারিয়েছেন। তারা হলেন- জহুরুল ইসলাম (ডালিম) ৯২২ টি বা ১২.১৯%, রুহুল কুদ্দুস রুহুল (ব্রিজ) ২০০ টি বা ২.৬৫% ও হারুন উর রশিদ সাজু (পাঞ্জাবী) ৬৫৪ টি বা ৮.৬৫% ভোট পেযেছেন।
সাধারন ওয়ার্ড - ১৭, মোট ভোটার সংখ্যা ১৫১৪৪ জন, প্রদত্ত ভোট ৯৩৭৮ টি, যা ৬১.৯৩% উপস্থিতি। মোট প্রার্থী ৯ জন, জামানত হারিয়েছেন ৬ জন। এই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে ইকবাল হোসেন রাজু (টেবিল ল্যাম্প) ৪৮৮৯ টি বা ৫২.১৩% ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী গোলাম মোস্তফা (উট পাখি) ৩১৫২ টি বা ৩৩.৬১% ভোট পেয়ে জামানতের টাকা রক্ষা করেছেন। এই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে মেজবাহুল হামিদ (ফাইল কেবিনেট) এর ব্যাংক লোন থাকায় পরবর্তীতে ভোটে অংশ গ্রহন করতে পারেনি কিন্তু জামানতের টাকা বাতিল। এছাড়া অপর ৬ জন প্রার্থীই তাদের স্বস্ব জামানতের টাকা খুইয়েছের। তারা হলেন- আবু বক্কর সিদ্দিক (ব্ল্যাক বোর্ড) ২২৭ টি বা ২.৪২%, ফয়সাল আহম্মেদ (ডালিম) ৭৫ টি বা ০.৮০%, মামুন রানা (পাঞ্জাবী) ৬৯ টি বা ০.৭৪%, রঞ্জু সোনার (পানির বোতল) ৪৮ টি বা ০.৫১% রফিকুল ইসলাম রফিক (গাজর) ৬৯৯ টি বা ৭.৪৫% ও সুজ্জাতুল আলম (ব্রিজ) ২০০ টি বা ২.১৩% ভোট পেয়েছেন।
সাধারন ওয়ার্ড - ১৮, মোট ভোটার সংখ্যা ৯৮৩৩ জন, প্রদত্ত ভোট ৬৮৩৯ টি, যা ৬৯.৫৫% উপস্থিতি। মোট প্রার্থী ৯ জন, জামানত হারিয়েছেন ৫ জন। এই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে রাজু হোসেন পাইকড় টেবিল ল্যাম্প) ২২২১ টি বা ৩২.৪৮% ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম জামানতের টাকা রক্ষাকারী ৩ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী হলেন- এস.এম. মোরশেদ মিলটন (পাঞ্জাবী) ১৬১৪ টি বা ২৩.৬০%, টিপু সুলতান (উট পাখি) ৯১২ টি বা ১৩.৩৪% ও সফিকুল ইসলাম সফিক (ব্ল্যাক বোর্ড) ১১৫৪ টি বা ১৬.৮৭% ভোট পেয়েছেন। এছাড়া অপর ৫ জন প্রার্থীই তাদের স্বস্ব জামানতের টাকা খুইয়েছেন। তারা হলেন- এনামুল হক (ঢেড়শ) ৩৪২ টি বা ৫%, ছালেহীন ইসলাম (গাজর) ১২৬ টি বা ১.৮৪%, মাসুদার রহমান বুলবুল (ডালিম) ১০৩ টি বা ১.৫১%, রফিকুল ইসলাম অরুন (ব্রিজ) ৩০২ টি বা ৪.৪২% ও হাবীব (পানির বোতল) ৫০ টি বা ০.৭৩% ভোট পেয়েছেন।
সাধারন ওয়ার্ড - ১৯, মোট ভোটার সংখ্যা ১৫৪১৫ জন, প্রদত্ত ভোট ১২০৬২ টি, যা ৭৮.২৫% উপস্থিতি। মোট প্রার্থী ৭ জন, জামানত হারিয়েছেন ৩ জন। এই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে লুৎফর রহমান (গাজর) ২৮৮২ টি বা ২৩.৮৯% ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। জামানতের টাকা রক্ষকারী তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ৩ জন হলেন- আনোয়ার হোসেন (উট পাখি) ২৬০৭ টি বা ২১.৬১%, ওছমান গনী (ডালিম) ২৪২৩ টি বা ২০.০৯% ও নজরুল ইসলাম বাবু (টেবিল ল্যাম্প) ১৭৬০ টি বা ১৪.৫৯% ভোট পেয়েছেন। অপর ৩ জন প্রার্থীই তাদের স্বস্ব জামানতের টাকা খুইয়েছেন। তারা হলেন- কাফী সরদার (পাঞ্জাবী) ৬২ টি বা ০.৫১%, দেলোয়ার হোসেন (ব্ল্যাক বোর্ড) ১২২১ টি বা ১০.১২% ও সোহাগ হোসেন (ব্রিজ) ১০৮৬ টি বা ৯% ভোট পেয়েছেন।
সাধারন ওয়ার্ড - ২০, মোট ভোটার সংখ্যা ২৩৯০৬ জন, প্রদত্ত ভোট ১৩৩২৮ টি, যা ৫৫.৭৫% উপস্থিতি। মোট প্রার্থী ৩ জন, জামানত হারিয়েছেন ১ জন। এই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে রোস্তম আলী (উট পাখি) ৬৩৭৭ টি বা ৪৭.৮৫% ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ইমান হোসেন সরদার (ডালিম) ৬৩৪০ টি বা ৪৭.৫৭% ভোট পেয়ে জমানত রক্ষা করতে পারলেও অপর প্রার্থী জামিল উদ্দিন (পাঞ্জাবী) ৫৬০ টি বা ৪.২০% ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
সাধারন ওয়ার্ড - ২১, মোট ভোটার সংখ্যা ১৮৮২৫ জন, প্রদত্ত ভোট ১২৩৯১ টি, যা ৬৫.৮২% উপস্থিতি। মোট প্রার্থী ৪ জন, জামানত হারিয়েছেন ১ জন। এই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে রুহুল কুদ্দুস ডিলু (পাঞ্জাবী) ৬৩৮৪ টি বা ৫১.৫২% ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মিন্টু প্রাং (উট পাখি) ২১৩৬ টি বা ১৭.২৪% ও শহিদুর ইসলাম (ডালিম) ২৬৭২ টি বা ২১.৫৬% ভোট পেয়ে জামানত রক্ষ করতে পারলেও অপর প্রার্থী আব্দুল মজিদ (টেবিল ল্যাম্প) ১১৮৩ টি বা ৯.৫৫% ভোট পেয়ে জামানতের টাকা খুইয়েছেন।

অনলাইন ডেস্ক