পঞ্চগড়ে তালমা রাবার ড্যাম মৎস্য অভয়াশ্রমের উদ্বোধন
মুজিববর্ষের বিশেষ উদ্যোগ হিসেবে পঞ্চগড় সদর উপজেলার তালমা নদীতে তালমা রাবার ড্যাম মৎস্য অভয়াশ্রম উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে হিমালয় বিনোদন পার্ক সংলগ্ন তালমা নদীতে বাঁশ ফেলে অভয়াশ্রমের শুভ উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম। এর আগে নদীর পাড়ের হাফিজাবাদ ইউনিয়নের বামনপাড়া ভুটিরডারী এলাকায় মৎস্যজীবী সমিতির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফজল ইবনে কাওছার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম, মৎস্যজীবী সমিতির সভাপতি তোজাম্মেল হক বিশারু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য, বিগত কয়েক বছর আগে তালমা নদীর দক্ষিণ তালমা এলাকায় রাবার ড্যাম তৈরী করা হয়। কিন্তু ড্যামের রাবার অকেজো হয়ে যাওয়ায় বর্তমানে এটি বন্ধ রয়েছে। তবে রাবার ড্যামের কারণে উজানে প্রায় এক কিলোমিটার জায়গা জুড়ে নদীতে বিশাল গভীরতার সৃষ্টি হয়েছে। স্থানীয় মৎস্যজীবী সমিতির সহায়তায় পঞ্চগড় সদর উপজেলা সিনিয়র মৎস্য দপ্তর তালমা রাবার ড্যাম মৎস্য অভয়াশ্রম গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করে। পার্শ্ববর্তি নলকুড়া এলাকায় করতোয়া নদীতে অভয়াশ্রম গড়ে তোলায় বিগত কয়েক বছর ধরে ওই নদীতে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে। অভয়াশ্রমের উজান ও ভাটিতে মাছ ধরে মৎস্যজীবীরা জীবিকা নির্বাহ করছে।

পঞ্চগড় প্রতিনিধি