“আমান উল্লাহ খান উত্তরবঙ্গের জনপদের কথা ফুটিয়ে তুলেছেন পত্রিকার পাতায়”
বগুড়ার শেরপুরে জাতির জনক বঙ্গবন্ধুর ঘণিষ্ঠ সহচর দৈনিক ইত্তেফাকের উত্তরাঞ্চলী আবাসিক প্রতিনিধি মরহুম আমান উল্লাহ খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, স্বাধীন বাংলাদেশে সবচাইতে প্রভাবশালী ও জনপ্রিয় সংবাদ পত্র ‘দৈনিক ইত্তেফাক’-এর সাথে মানিক মিয়ার হাত ধরে যুক্ত হয়েছিলেন আমান উল্লাহ খান। সমগ্র উত্তরবঙ্গকে মেলে ধরেছিলেন ইত্তেকাকের পাতায় পাতায়। উত্তরবঙ্গের সংকট সম্ভাবনা, এখানকার মানুষের হাসি-কান্না, সুখ-দুঃখের কথা, দারিদ্র্যপীড়িত জনপদের ব্যাথা-বেদনার কথা ফুটিয়ে তুলেছেন ইত্তেফাকের পাতায়। সাংবাদিকতা যে কত বড় চ্যালেঞ্জিং মিশনারি কাজ সেটা শিখেছিলেন তাঁরই গুরু এই মাটিরই সন্তান এদেশের কিংবদন্তি সাংবাদিক-সম্পাদক মুহঃ আসফ-উদ-দৌলা রেজার কাছে। গুরুর প্রেরণা, পরামর্শ ও নির্দেশনায় ব্রতচারীর মত ছুটে গেছেন নগর থেকে পল্লী, শিল্প-কারখানা থেকে কৃষিভূমিতে। শিক্ষাঙ্গন থেকে কুটির শিল্পাঙ্গনে। উত্তরবঙ্গে আমান উল্লাহ খান হয়ে উঠেছিলেন অপ্রতিদ্বন্দ্বী সংবাদ-ব্যাক্তিত্য। ঈর্ষনীয় জনপ্রিয়তার অধিকারী আর অমিত প্রভাবশালী। পাশাপাশি বগুড়ায় নিজে একটি দৈনিক পত্রিকা প্রকাশ করেছেন নিজের সম্পাদনায়। তিনি ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক ও সংসদ সদস্য । তাঁর স্মৃতি রবে বহু কাল। তার জন্মভূমি এই অঞ্চলে স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেয়া কর্তব্য।
সোমবার ১৫ মার্চ সন্ধ্যায় শেরপুর প্রেসকাবের আয়োজনে সাংবাদিক ও রাজনীতিবিদ আমান উল্লাহ খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন। প্রেসকাবের সহ-সভাপতি ও ইত্তেফাক সংবাদদাত আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাংবাদিক আইয়ুব আলীর পরিচালনায় বক্তব্য রাখেন, শেরপুর শহিদীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ হাফিজুর রহমান, শেরপুর ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল মান্নান, প্রভাষক আব্দুস সাত্তার,আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান জিন্নাহ। এর আগে একইদিন দুপুরে শেরপুর উপজেলায় মরহুম আমান উল্লাহ খান প্রতিষ্ঠিত জয়লা জুয়ান ডিগ্রি কলেজ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা ভাইচ চেয়ারম্যান শাহজামাল সিরাজী, বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-পরিচালক আব্দুর রউফ খান, কলেজ পরিচালনা কমিটির সদস্য আব্দুর রহমান সরকার, সুঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ, কলেজের অধ্যক্ষ হোসেন আলী, আওয়ামীলীগ নেতা আব্দুল গফুর প্রমূখ।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি