বগুড়ায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে আহত তাকবিরের মৃত্যু
বগুড়ায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে আহত তাকবির ইসলাম খান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার বিকেল ৩টা ৪৫ মিনিটে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তিনি মারা যান।
শজিমেকের উপ-পরিচালক ডাঃ ওয়াদুদ জানান, গত ১১ মার্চ রাতে গুরুতর আহত অবস্থায় তাকবিরকে ভর্তি করা হয়। তার শরীরে একাধিক জখম চিহ্ন ছিল। মুলত অতিরিক্ত রক্তক্ষরন, হার্টেও সমস্যা এবং বুকে আঘাতের কারণে ভর্তির পর থেকে তার অবস্থা খারাপের দিকে যেতে থাকে। পরে অবস্থার অবনতি হলে সোমবার সন্ধ্যায় তাকে আইসিইউ ইউনিটে স্থানান্তর করা হয়।
বগুড়া সদর থানার ওসি হুমায়ন আহম্মেদ জানিয়েছেন, গত বৃহস্পতিবার ১১ মার্চ দুপুরে মোটরসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে ওই দিন রাতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। শহরের জিলা স্কুলের প্রাচীর ঘেঁষে থাকা পার্কিং এলাকায় এ ঘটনা ঘটে। এ সংঘর্ষে দুই গ্রুপের অন্তত ৫জন আহত হয়। আহতদের চিকিৎসার জন্য শজিমেকে ভর্তি করানো হয়। তবে আহতদের মধ্যে জেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক তাকবির ইসলাম খানের অবস্থা সবচেয়ে গুরুতর ছিল।
তিনি আরো জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। শহরের সাতমাথায় ও বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন করা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অনলাইন ডেস্ক