পোরশায় মোড়ক বিহীন ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ৫০হাজার টাকা জরিমানা
নওগাঁর পোরশায় মোড়ক বিহীন ও মেয়াদ উত্তীর্ণ মৎস্য ও পশুর ঔষধ বিক্রির দায়ে উপজেলার শিশা রশিদা ফিলিং স্টেশনের মালিক আব্দুস সবুরের ৫০হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে ঐ ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা।
জানা গেছে, দীর্ঘদিন ধরে রশিদা ফিলিং স্টেশনে লাইসেন্স ছাড়া মৎস্য ও পশুর ঔষুধ বিক্রি করা হচ্ছিল। এমন অভিযোগ পেয়ে সেখানে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এসময় সেখান থেকে মোড়ক বিহীন ও মেয়াদ উত্তীর্ণ মৎস্য ও পশুর বিপুল পরিমান ঔষধ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ঔষধগুলি ধ্বংস করে ফেলা হয়। এবং রশিদা ফিলিং স্টেশন মালিক আব্দুস সবুরের ৫০হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভারপ্রাপ্ত প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি