কাহালুতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলে বুধবার বগুড়ার কাহালুৃ উপজেলা পরিষদের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন কাহালু উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, কাহালু থানা পুলিশ, আওয়ামীলীগ সহ বিভিন্ন দপ্তর।
জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ), উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমবার হোসেন, কাহালু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহাম্মদ যাকারিয়া রানা, কাহালু সাব-রেজিষ্টার মো. জহিুরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, কাহালু সিদ্দিকীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ এ বি এম হাফিজুর রহমান, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মিল্লাত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজিবর রহমান, কাহালু টেকনিক্যাল এন্ড কমার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুনুর রশিদ, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব এফ এম এ ছালাম, কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন প্রাং, ইসলামিক ফাউন্ডেশন কাহালু, নন্দীগ্রাম ও আদমদীঘি উপজেলার দায়িত্বপ্রাপ্ত ফিল্ড সুপার ভাইজার আলহাজ্ব মুহাম্মাদ আব্দুল্লাহ আল মাহমুদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
এছাড়াও ছাত্র/ছাত্রীদের চিত্রাংঙ্কন প্রতিযোগিতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বাদ জোহর মসজিদে মসজিদে দোয়া মাহফিল এবং সুবিধাজনক সময়ে মন্দিরে মন্দিরে আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

কাহালু (বগুড়া) প্রতিনিধি