কাহালুতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বুধবার বগুড়ার কাহালু মডেল রিসোর্স সেন্টার কাম-অফিসে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন কাহালু, নন্দীগ্রাম ও আদমদীঘি উপজেলার দায়িত্বপ্রাপ্ত ফিল্ড সুপার ভাইজার আলহাজ্ব মুহাম্মাদ আব্দুল্লাহ আল মাহমুদ, কাহালু মডেল কেয়ারটেকার আব্দুল বারী আকন্দ, সাধারণ কেয়ারটেকার আব্দুল বারী সহ কাহালু উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্র, সহজ কোরআন শিক্ষা কেন্দ্র, বয়স্ক শিক্ষা কেন্দ্র ও দারুল আরকাম মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
ইসলামিক ফাউন্ডেশনের কাহালু উপজেলার ১’শ টি কেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলন হয়।

কাহালু (বগুড়া) প্রতিনিধি