মহান মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর আদর্শে তরুন প্রজন্মকে গড়ে তুলতে হবে
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলে বুধবার বেলা সাড়ে ১১ টায় বগুড়া প্রেসক্লা্বের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসকাব সভাপতি মাহমুদুল আলম নয়ন। কাবের সাধারণ সম্পাদক আরিফ রেহমান এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু।
আরো বক্তব্য রাখেন বগুড়া সাংবাদিক ইউনিয়ন সভাপতি আমজাদ হোসেন মিন্টু, প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, এস.এম কাওছার, সিনিয়র সাংবাদিক সমুদ্র হক, মুরশীদ আলম, জেএম রউফ, সাজেদুর রহমান সিজু, লতিফুল করিম, সৈয়দ ফজলে রাব্বি ডলার, বিধান চন্দ্র সিংহ।
এসময় মুক্তিযোদ্ধা আব্দুল মোত্তালিব মানিক, সাজ্জাদ হোসেন পল্লব, সবুর আল মামুন, বিপ্লব পাটোয়ারী, গোলজার হোসেন মিঠু উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন। ৭ ই মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষনে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা পেয়েছি লাল সবুজের বাংলাদেশ। মানুষের প্রতি বঙ্গবন্ধুর গভীর মমত্ববোধ ছিল। বঙ্গবন্ধু বিশ্বে নির্যাতিত, নিপীড়িত ও শোষিত মানুষের স্বাধীনতার প্রতীক, মুক্তির দূত।
তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ শিশু-কিশোর সহ তরুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। উন্নত সমৃদ্ধ দেশ গঠনে সকলকে একসাথে কাজ করার আহবান জানান তিনি।

অনলাইন ডেস্ক