কাহালুতে আ.লীগের দুই গ্রুপের সংর্ঘষে নারহট্র ইউপি চেয়ারম্যান সহ আহত ২
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলে বুধবার বগুড়ার কাহালু চারমাথাস্থ আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ের সামনে ট্রাক সহ মিছিল নিয়ে যাওয়ার সময় আক্রোস মূলক শ্লোগানকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে সংর্ঘষ বাধে। সংর্ঘের সময় নারহট্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও নারহট্র ইউ পি চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার বেলাল এবং আওয়ামীলীগের সমর্থক আব্দুল আজিজ আহত হন।
সংর্ঘষের সংবাদ পেয়ে কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমবার হোসেন সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে দ্রুত পরিস্থিতি শান্ত করেন।
নারহট্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও নারহট্র ইউ পি চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার বেলাল কাহালু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান এর গ্রুপের আর আওয়ামীলীগের সমর্থক আব্দুল আজিজ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ এর গ্রুপের বলে ২ গ্রুপের নেতাকর্মীরা নিশ্চিত করেছেন।

কাহালু (বগুড়া) প্রতিনিধি