বগুড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন
বগুড়ায় এসওএস হারম্যান মেইনার কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে কেক কর্তন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অধ্যক্ষ বাবু অখিল চন্দ্র কুন্ডু এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে অত্র প্রতিষ্ঠানের প্রাঙ্গনে ১০১তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন এবং শিক্ষার্থীদের অংশ গ্রহনে একক ও দলীল গান, নাচ, আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন এসওএস শিশুপল্লী বগুড়ার সহকারী পরিচালক আসাদুজ্জামান, উপাধ্যক্ষ বাবু শীতল কুমার সরকারসহ সকল শিক্ষক ও অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বগুড়ায় সরকারি মজিবুর রহমার মহিলা কলেজ প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও শিশুদিবস উদ্যাপন উপলক্ষে বেলুন উড্ডয়ন,কেক কর্তন, চারাগাছ রোপন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দেওয়ালিকা উন্মোচন করা হয়েছে। সোমবার সকালে সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের পাঠাগার রুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহেদা রহমান। এ সময় উপস্থিত ছিলেন সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের উপাধ্যক্ষপ্রফেসর ড. বেল্লাল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক দেব দুলাল দাস,সহকারী অধ্যাপক নজরুল ইসলাম,আই আর এম সাজ্জাদ হোসেন,আতাউর রহমান মন্ডল,সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ শাখার ছাত্রলীগ নেত্রী শামিমা শাহ সুমিসহ সকল শিক্ষক,কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
বগুড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও শিশুদিবস উদ্যাপন উপলক্ষে সুবিল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে একটি আনন্দ র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। বুধবার সকালে র্যালি শেষে বিদ্যালয়ের হল রুমে প্রধান শিক্ষ গোলাম রহমান রয়েলের সভাপতিত্বে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়্। উক্ত সভায় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মুন্নুজান বেগম, সহকারী শিক্ষক রুহুল আমিন, বিদ্যালয়ন পরিচালনা কমিটির সদস্য সাহিদুর রহমান হান্নানসহ সকল শিক্ষক,কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

ষ্টাফ রিপোর্টার