বগুড়া ওয়াইএমসিএ’র বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী উদযাপন
বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজ এবং বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সটিটিউট এর যৌথ আয়োজনে গতকাল বুধবার দিনব্যাপি যথাযথ মর্যাদা ও উৎসব মুখর পরিবেশে বগুড়া ইয়াং মেনস খ্রীষ্টিয়ান এসোসিয়েশন (ওয়াইএমসিএ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করে। এ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন, বিষয় ভিত্তিক রচনা, চিত্রাংকন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, জন্মবার্ষিকীর কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি এ্যাডভোকেট বার্নাড তমাল মন্ডল ম্যুরাল উদ্বোধন, কেক কাটা ও মুখ্য আলোচক হিসেবে অংশ নেয়। মুখ্য আলোচকের বক্তব্যে তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালে গোপালগঞ্জের অজপাড়াগাঁ টুঙ্গিপাড়ায় জন্ম নিলেও কেহ কি জানতো তিনি হবেন আমাদের বাঙালি জাতির পিতা। তিনি শুধুমাত্র এ জাতির নেতা নন তিনি বিশ্ব নেতা। তাঁর ত্যাগ, দেশপ্রেম, সাহসিকতা, লড়াই-সংগ্রাম, জেল-জুলুম বাঙালি জাতিকে গোটা দুনিয়ায় করেছে সমাদৃত। তিনি ছোট বেলা হতে দুখি মানুষের পাশে দাঁড়িয়েছেন। এমনকি বাবার গোলা হতে ধান, চাল ও নিজের পরিহিত কাপড় দুখি মানুষকে বিলিয়ে দিয়েছেন। তাঁর ৭মার্চের ভাষণ প্রামান্য দলিল হিসেবে স্বীকৃতি পেয়েছে। তিনি বাঙালি জাতির মনিকোঠায় চিরঞ্জীব ছিলেন আছেন এবং থাকবেন। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বগুড়া ওয়াইএমসিএ এর সহ-সভাপতি মি. সৌরভ বিশ্বাস, সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডি, কোষাধ্যক্ষ ডা. সুদীপ্ত দেওয়ারী, শিক্ষা প্রতিষ্ঠান মনিটরিং এন্ড ই-ভেলুয়েশন কর্মকর্তা কাজী নাজনীন জাহান, শামীম আক্তার ও বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সটিটিউট অধ্যক্ষ প্রকৌশলী ভিভিয়ান রিওন মারান্ডিসহ প্রমুখ। শিক্ষা প্রতিষ্ঠান উপাধ্যক্ষ আশের মাইকেল বেসরার উপস্থাপনায় এবং সহকারি সাধারণ সম্পাদক হিউবার্ট মিন মারান্ডির তত্বাবধানে সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেয়।

ষ্টাফ রিপোর্টার