সরকারি শিশু পরিবারে এতিমদের সাথে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী পালন করে আকবরিয়া
ছোট বেলা থেকেই পিছিয়ে পড়া অনাথ, এতিম, দুখী মানুষের জন্য শোকার্ত ছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি দুখী মানুষের দুঃখে ব্যথিত হতেন। তাঁর আবেগ, ভালোবাসা ও ভাবনা ছিল দেশের সুবিধাবঞ্চিত শ্রমিক দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের প্রতি বেশি। বঙ্গবন্ধুর এ আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল বুধবার আকবরিয়া লিমিটেড ও আকবরিয়া কেয়ার ফাউন্ডেশন যৌথভাবে সরকারি শিশু পরিবারে এতিমদের সাথে নিয়ে জন্মশতবার্ষিকীর কেক কাটেন। সরকারি শিশু পরিবারের এতিমরা কেক কাটা অনুষ্ঠানে অংশ নিয়ে বেজায় খুশি। জন্মশতবার্ষিকী পালনের প্রাক্কালে তারাও জানছে বিশ্বের মানচিত্রে বাঙালি জাতিকে এবং জাতীয় পতাকাকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। তাঁর ৭মার্চের ঐতিহাসিক ভাষন প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি পেয়ে আমাদের বাঙালি জাতির গর্বের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ হয়েছে। তাঁর আত্মত্যাগ, দেশপ্রেম, দেশের জন্য স্বপরিবারে জীবন বিসর্জন এগুলো শুধু ইতিহাস হয়ে থাকবে না এগুলো পৃথিবী যতদিন থাকবে ততদিন মানুষের হৃদয়ের মনিকোঠায় অক্ষুন্ন থাকবে। তিনি সংসার, পরিবার-পরিজনকে প্রাধান্য না দিয়ে তাঁর স্বপ্নই ছিল বাঙালি জাতিকে শোষন মুক্ত করা। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রিয় মাতৃভূমিকে স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য পরিশ্রম করে যাচ্ছেন অহরনিশি। এসময় উপস্থিত ছিলেন সরকারি শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক রিপা মোনালিসা, আকবরিয়া লিমিটেডের পক্ষে মো. আমিনুল ইসলাম আখি, এইচ আর আনোয়ারুল হক, এজিএম শামীম তালুকদার ও আকবরিয়া কেয়ার ফাউন্ডেশনের পক্ষে কার্যনির্বাহী সদস্য আদনানুল ইসলামসহ প্রমুখ।

ষ্টাফ রিপোর্টার