পিরোজপুর পৌর মেয়র ও তার স্ত্রীসহ ২৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা
অবৈধ নিয়োগ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের প্রমাণ পাওয়ায় পিরোজপুর পৌর মেয়র ও তার স্ত্রীসহ ২৮ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের বারিশাল সমন্বিত কার্যালয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় দুদকের উপপরিচালক আলী আকবর বাদী হয়ে মামলা দুটি করেন।
মামলা সূত্রে জানা যায়, দুদকের অনুসন্ধানে পৌর মেয়র হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রী নিলা রহমানের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজ মিলেছে ৩৬ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৯৩২ টাকা। আয় বহির্ভূত এ সম্পদের বিবরণ পেয়ে মামলা করে দুদক।
অপর দিকে, জাল জালিয়াতি, ঘুষ বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে পিরোজপুর পৌরসভায় ২৩জন কর্মচারী অবৈধ নিয়োগের প্রমাণ পায় দুদক।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আলী আকবর জানান, এর আগে গত ২৭ ডিসেম্বর কমিশন পৌর মেয়র হাবিবুর রহমান মালেকের সম্পদের বিবরণী চেয়ে তাকে, স্ত্রী নিলা রহমান, কন্যা নওরীন আক্তার ও পুত্র ফয়সাল রহমানের নাম উল্লেখ করে একটি নোটিশ প্রদান করেন। এ ছাড়া একই সঙ্গে পৌরসভার ২৫জন কর্মচারী নিয়োগে প্রতিজনের কাছ থেকে পাঁচ লাখ টাকা করে ঘুষ গ্রহণ, বাস ও মিনিবাস থেকে অবৈধ চাঁদা আদায়, এলাকায় সিন্ডিকেটের মাধ্যমে ঠিকাদারী করার অভিযোগ করে এ নোটিশ প্রদান করা হয়। ওই নোটিশের যথাযথ উত্তর না পাওয়ায় পরে কমিশন তাকে (উপপরিচালক আলী আকবর) এ বিষয়ে অনুসন্ধানের জন্য দায়িত্ব দেন। দীর্ঘ অনুসন্ধান শেষে পৃথক এ দুটি মমালা দায়ের করা হয়।
উল্লেখ্য, পিরোজপুর সদর পৌর সভার মেয়র হাবিবুর রহমান মালেক পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি। তিনি গত পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসাবে পৌর মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়ালের মেজো ভাই।

অনলাইন ডেস্ক