বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
মৌলভীবাজারের জুড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আব্দুল মুমিন বাপ্পা (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার ভোরে উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকায় কাঁটাতারের বেড়ার ওপারে তার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। নিহত বাপ্পা ওই এলাকার আবদুর রউফের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাপ্পা শুক্রবার সন্ধ্যার পর নিজের গৃহপালিত একটি হারিয়ে যাওয়া গরুর সন্ধান করতে বাড়ি থেকে বের হন। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। তার না ফেরায় স্বজনেরা সম্ভাব্য সব স্থানে খোঁজ নেন। কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে শনিবার সকালে স্বজনরা স্থানীয়ভাবে খবর পান, ভারত সীমান্তের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাপ্পা নিহত হয়েছেন।
ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক আহমদ বলেন, বিএসএফের গুলিতে আমার ইউনিয়নের একজন নিহত হওয়ার খবর শুনেছি। বিষয়টি নিশ্চিত হতে ওই এলাকায় যাচ্ছি।
এ বিষয়ে বিয়ানীবাজার বিজিবি -৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহ্ আলম সিদ্দিকী জানান, তিনি এরকম একটি ঘটনা শুনেছেন। নিহত ব্যক্তি বাংলাদেশি কিনা এখনও নিশ্চিত হতে পারেননি। তারা পতাকা বৈঠকের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেবেন।

অনলাইন ডেস্ক